নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: মৎস্য সপ্তাহ ২০১৮ এর সমাপনী অনুষ্ঠান আগামীকাল সোমবার (৩০ জুলাই) অনুষ্ঠিত হবে। এ অনুষ্ঠানে প্রদান করা হবে ‘জাতীয় মৎস্য পুরস্কার-২০১৮’। সফল মৎস্য চাষি ও উদ্যোক্তাদের হাতে তুলে দেয়া হবে এ পুরুস্কার।

রাজধানীর শাহবাগ এলাকায় জাতীয় যাদুঘর মিলনায়তনে এ সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ।

মৎস্য অধিদফতরের আয়োজনে এ অনুষ্ঠান বেলা ৪টায় শুরু হবে। অনুষ্ঠানে মোট ১৭ জনকে পুরুস্কৃত করা হবে। এরমধ্যে রোপ্য পদক দেয়া হবে ১২ জনকে। আর স্বর্ণ পদক পাবেন ৫ জন।

স্বয়ং সম্পূর্ণ মাছে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ স্লোগান নিয়ে গত ১৮ জুলাই শুরু হয় জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৮। দেশব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এরমধ্যে অন্যতম ছিলো শোভাযাত্রা, সংবাদ সম্মেলন, সেমিনার ও মেলা। রাজধানী ঢাকাতে মৎস্য খাতের নানা দিক নিয়ে অনুষ্ঠিত হয় কেন্দ্রীয় মৎস্য মেলা।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো. শাহ আলম এগ্রিকেয়ার২৪.কম কে এসব তথ্য নিশ্চিত করেছেন।