আন্তর্জাতিক কৃষি ডেস্ক, এগ্রিকেয়ার২৪.কম: চলতি বছরে যুক্তরাষ্ট্রে বাড়বে ভুট্টা উৎপাদন বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে ইউএস ডিপার্টমেন্ট অব এগ্রিকালচার (ইউএসডিএ)।

শস্য উৎপাদনের পূর্বাভাস প্রকাশ করেছে ওয়ার্ল্ড গ্রেইন ডটকম। ইউএসডিএ জানায়, ২০২১ সালের জন্য যুক্তরাষ্ট্রের ভুট্টা উৎপাদনের পরিমাণ দাঁড়াবে ১ হাজার ৫০৬ কোটি ২০ লাখ বুশেল। এটি ২০২০ সালের তুলনায় ৭ শতাংশ বেশি ও অক্টোবরে প্রকাশিত পূর্বাভাসের তুলনায় দশমিক ৩ শতাংশ বেশি।

একই সময়ে দেশটির সয়াবিন উৎপাদনের পরিমাণ দাঁড়াবে ৪৪২ কোটি ৫০ লাখ বুশেল, যা ২০২০ সালের তুলনায় ৫ শতাংশ বেশি, তবে অক্টোবরে প্রকাশিত ইউএসডিএর পূর্বাভাসের তুলনায় দশমিক ৫ শতাংশ কম।

ইউএসডিএ জানায়, চলতি বছর দেশটির কৃষি ক্ষেত্রগুলোতে একরপ্রতি ভুট্টার ফলন দাঁড়াবে ১৭৭ বুশেল, যা অক্টোবরে প্রকাশিত পূর্বাভাসের তুলনায় দশমিক ৫ বুশেল বেশি। ২০২০ সালের তুলনায় এটি ৫ দশমিক ৬ বুশেল বেশি।

একই সময়ে একরপ্রতি সয়াবিনের ফলন দাঁড়াবে ৫১ দশমিক ২ বুশেল, যা অক্টোবরে প্রকাশিত পূর্বাভাসের তুলনায় দশমিক ৩ বুশেল কম তবে ২০২০ সালের তুলনায় দশমিক ২ বুশেল বেশি।

এগ্রিকেয়ার/এমএইচ