নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: রাজধানী ঢাকাতে মৎস্য খাতের নানা দিক নিয়ে শুরু হয়েছে কেন্দ্রীয় মৎস্য মেলা।

জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৮ উপলক্ষে ৫দিনব্যাপী এ কেন্দ্রীয় মৎস্যমেলা শুক্রবার (২০ জুলাই) খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউশন (কেআইবি) প্রাঙ্গনে উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব রইছউল আলম মণ্ডল।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, মৎস্য ও মৎস্যজাত পণ্য উৎপাদনকারী ২৪টি প্রতিষ্ঠান মেলায় তাদের স্টল স্থাপন করেছে। মেলা চলবে ২৪ জুলাই পর্যন্ত এবং জাতীয় মৎস্য সপ্তাহ শুরু হবে ২২ থেকে ২৮ জুলাই। সমাপনী দিবসে (২৮ জুলাই) প্রধানমন্ত্রী গণভবনের লেকে মাছের পোনা অবমুক্ত করবেন।   

অন্যদিকে, একই সময়ে ময়মনসিংহ সার্কিট হাউসমাঠে মৎস্য গবেষণা ইনস্টিটিউটের উদ্যোগে ৫দিনব্যাপী এবং দেশব্যাপী এর ৫টি উপকেন্দ্রেও ৩দিনব্যাপী ‘মৎস্যপ্রযুক্তি মেলা’ শুরু হয়েছে। সব মেলাই সবার জন্যে উন্মুক্ত।

কেন্দ্রীয় মৎস্য মেলায় উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব অরুণ কুমার মালাকার, মৎস্য উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান দিলদার আহমেদ, মৎস্য অধিদফতরের মহাপরিচালক গোলজার হোসেন, প্রাণিসম্পদ অধিদফতরের মহাপরিচালক হীরেশ রঞ্জন ভৌমিক।