নিজস্ব প্রতিবেদক, রাজশাহী, এগ্রিকেয়ার২৪.কম: রাজশাহীর চারঘাট উপজেলার পদ্মা নদীতে অভিযান চালিয়ে ২০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। অভিযানকালে ৩ কেজি মা ইলিশও উদ্বার করা হয়।

আরও পড়ুন: ইলিশ শিকার করায় ৭৪ জেলের জেল-জরিমানা

সোমবার (১৯ অক্টোবর ২০২০) দিনব্যাপী উপজেলার পদ্মা নদীতে অভিযান চালিয়েছেন উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা আরিফুল ইসলাম। তিনি জানান, পদ্মা নদীতে অবৈধ কারেন্ট জাল দিয়ে ইলিশ মাছ শিকার করছে- এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। পরে জব্দ জালগুলো প্রকাশ্যে পুড়িয়ে ধ্বংস করা হয়। উদ্ধারকৃত ৩ কেজি মা ইলিশগুলো এতিম খানায় পাঠানো হয়েছে।

তিনি বলেন, মা ইলিশ সংরক্ষণ অভিযানের অংশ হিসেবে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। উপজেলার সবগুলো মাছের বাজারে পর্যবেক্ষক করা হয়েছে। কোন ইলিশ মাছ পাওয়া যায়নি। অবৈধ জাল বিক্রি বন্ধ ও প্রধান প্রজনন মৌসুমে ইলিশ আহরণ নিষিদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন: আজ থেকে ২২ দিন ইলিশ ধরা-বিক্রি নিষিদ্ধ

অভিযানকালে মৎস্য কর্মকর্তা আরিফুল ইসলামের সঙ্গে উপস্থিত ছিলেন নৌ পুলিশের এএসআই আব্দুল খালেক, মৎস্য অফিসের প্রকল্প ক্ষেত্রসহকারী তাকির হোসেনসহ নৌ পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।