নিজস্ব প্রতিবেদক, রাজশাহী, এগ্রিকেয়ার২৪.কম: বগুড়ার আদমদীঘি উপজেলায় একটি পুকুরে প্রতিহিংসার জেরে বিষ প্রয়োগ করে প্রায় ২ লাখ টাকা মূল্যের ১০ লাখ পাঙ্গাস মাছের পোনা নিধন করেছে অজ্ঞাতরা।

গত শুক্রবার ১৫ মে রাতে উপজেলা সদরের সরকারি লীজকৃত একটি পুকুরে এ বিষ প্রয়োগের ঘটনা ঘটেছে।

সরজমিনে জানা যায়, আদমদীঘি সদর ইউনিয়নের কদমা মৌজায় ইকরাগাড়ী নামক সরকারি পুকুরটি ওই গ্রামের রতন আকন্দ লীজ নিয়ে মাছ চাষ করেন। এক সপ্তাহ আগে ওই পুকুরে প্রায় ১০ লাখ পাঙ্গাস মাছের রেনু পোনা ছাড়েন মৎস্য চাষী রতন আকন্দ।

রতন আকন্দ বলেন, গভীর রাতে শত্রুতাবসত কে বা কারা ওই পুকুরে বিষ প্রয়োগ করে। এতে প্রায় ২ লাখ টাকা মূল্যের পাঙ্গাস মাছের পোনা নষ্ট হয়েছে। বিষয়টি আদমদীঘি থানা পুলিশকে অবহিত করা হয়েছে।

এ বিষয়ে আদমদীঘি থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাক এগ্রিকেয়ার২৪.কম কে বলেন, আমি এ বিষয়ে জানিনা। এখোনো কোন অভিযোগ আসেনি।

আরোও পড়ুন: মাছ দেখে পুকুরের সমস্যা নির্ণয়ের কৌশল ও সমাধান