পোল্ট্রি ডেস্ক, এগ্রিকেয়ার২৪.কম: সারাদেশের বিভিন্ন স্থানের শনিবারের (৪ এপ্রিল) পোল্ট্রির ডিম, মুরগি ও বাচ্চার পাইকারি দাম নিচে তুলে ধরা হলো। প্রকাশিত এ দাম আশপাশের বাজারের সাথে যাচাই বাছাই করে নিজের পণ্য বিক্রি করতে হবে।

ইউনাইটেড এগ(সেল পয়েন্ট) লাল ডিম=৭.০০, সাদা ডিম=৬.০০ টাকা। ডাম্পিং মার্কেট= লাল (বাদামী) ডিম=৫.৬০, সাদা ডিম=৪.৬৫ টাকা।

গাজীপুর:- লাল (বাদামী) ডিম=৫.৫৫, সাদা ডিম=৪.৬০, ব্রয়লার মুরগী=৮০/কেজি, কালবার্ড লাল=১২৫/কেজি, কালবার্ড সাদা=৯০/কেজি, সোনালী মুরগী =১৫০/কেজি টাকা। বাচ্চার দর:- লেয়ার লাল =৩০-৩২, লেয়ার সাদা =৪৫-৫০, ব্রয়লার=১০-১২ টাকা।

চট্টগ্রাম:- লাল (বাদামী) ডিম=৫.৪০, ব্রয়লার মুরগী=৮৫-৯০/কেজি, কালবার্ড লাল=১৪০/কেজি, সোনালী মুরগী =১৫৫-১৬৫/কেজি টাকা।

বরিশাল:- লাল (বাদামী) ডিম=৫.০০, ব্রয়লার মুরগী=৭০-৮০/কেজি, কালবার্ড লাল=১৭০/কেজি, সোনালী মুরগী =১৭০/কেজি টাকা। বাচ্চার দর:- লেয়ার লাল =৩০-৩১, লেয়ার সাদা =৪৮-৫০, ব্রয়লার=০৮-১০ টাকা।

ময়মনসিংহ:- লাল (বাদামী) ডিম=৫.৫৫টাকা।

সিলেট= লাল (বাদামী) ডিম=৫.৪০, ব্রয়লার মুরগী=৮৫-৯০/কেজি টাকা। কাজী(সিলেট): লাল (বাদামী) ডিম=৫.৬৩ টাকা।

রংপুর:- লাল (বাদামী) ডিম=৫.২০ টাকা। কাজী(রংপুর): বাচ্চার দর:- লেয়ার লাল =৩০-৩২, ব্রয়লার=৭-১০ টাকা।

বগুড়া: লাল (বাদামী) ডিম=৫.৫০, ব্রয়লার মুরগী=৯০/কেজি, সোনালী মুরগী =১৭০/কেজি টাকা। সিপি(বগুড়া): লাল (বাদামী) ডিম=৫.২০ টাকা।

টাংগাইল: লাল (বাদামী) ডিম=৫.৩০, ব্রয়লার মুরগী=৭৫-৮০/কেজি টাকা। বাচ্চার দর:- লেয়ার লাল =৩০-৩২, ব্রয়লার=০৬-১০ টাকা।

কিশোরগঞ্জ:- লাল (বাদামী) ডিম=৫.৩৫ টাকা।

নরসিংদী: লাল (বাদামী) ডিম=৫.৪০, ব্রয়লার মুরগী=৯০/কেজি, কালবার্ড লাল=২৭০/পিছ টাকা।

কুমিল্লা:- লাল (বাদামী) ডিম=৫.৮০, সাদা ডিম=৫.৬০, ব্রয়লার মুরগী=৯০/কেজি, কালবার্ড লাল=১৪০/কেজি, সোনালী মুরগী=১৭০/কেজি টাকা।

যশোর:- লাল (বাদামী) ডিম=৫.৫০, ব্রয়লার মুরগী=৮০/কেজি টাকা।

কক্সবাজার:- লাল (বাদামী) ডিম=৫.২০, সাদা ডিম=৫.০০, ব্রয়লার মুরগী=৮০-৯০/কেজি, কালবার্ড লাল=১৮০/কেজি, কালবার্ড সাদা=১৪০/কেজি টাকা।

পিরোজপুর (স্বরুপকাঠী:- লাল (বাদামী) ডিম=৫.০০, সাদা ডিম=৪.৮০ টাকা।

রাঙামাটি: লাল (বাদামী) ডিম=৬.০০, ব্রয়লার মুরগী=৯০/কেজি টাকা।

আরও পড়ুন: পোল্ট্রি, মৎস্যের আমদানি করা পণ্যের পরীক্ষাগার পিআরটিসি ল্যাব চালু হচ্ছে কাল, যেসব শর্ত মানতে হবে

শনিবারের (৪ এপ্রিল) পোল্ট্রির ডিম, মুরগি ও বাচ্চার পাইকারি দাম দাম প্রকাশ করায় কৃতজ্ঞতা বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ এসোসিয়েশন (বি.পি.আই.এ), বাংলাদেশ পোল্ট্রি খামার রক্ষা জাতীয় পরিষদ (বি.পি.কে.আর জে.পি) এবং পোল্ট্রি প্রফেশনাল’স বাংলাদেশ(পিপিবি) এর প্রতি। মো:শিমুল হক রানাকে ধন্যবাদ।