নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: মাছ চাষ নির্ভর করে ব্যবস্থাপনার ওপর। পুকুরের পানির রঙ দেখে ও মাছের গতিবিধি দেখে মাছের সমস্যা নির্ণয় করা সম্ভব শীতকালে মাছের ক্ষতরোগ, লেজ ও পাখনা পচা রোগ ও ফুলকা পচা রোগ প্রতিরোধে করণীয়।

শীতকালে মাছের ক্ষত, লেজ ও পাখনা পচা রোগ প্রতিরোধে করণীয় বিষয়ে মাছ চাষি ভাইদের পরামর্শ দিয়েছেন রাজশাহী জেলা মৎস্য কর্মকর্তা অলক কুমার সাহা।

বিস্তারিত দেখুন ভিডিওতে:

 

শীতকালে মাছের ক্ষত, লেজ ও পাখনা পচা রোগ প্রতিরোধে করণীয় ভিডিওটির মতো আরো তথ্য ও পরামর্শমূলক ভিডিও পেতে  এগ্রিকেয়ার২৪.কম চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।

এগ্রিকেয়ার/এমএইচ