মৎস্য ডেস্ক, এগ্রিকেয়ার২৪.কম: বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট এর সামুদ্রিক মৎস্য ও প্রযুক্তি কেন্দ্র, কক্সবাজার পরিদর্শন করেছেন মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. রইছউল আলম মন্ডল।

আজ শনিবার (৭ জুলাই) কেন্দ্র থেকে পরিচালিত ভেটকী ব্রিডিং ও পোনা উৎপাদন গবেষণা কার্যক্রম, নব নির্মিত কাঁকড়া হ্যাচারী এবং কেন্দ্রের চলমান বিভিন্ন গবেষণাগার পরিদর্শন করেন। এসময় তিনি বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

পরিদর্শনের সময়ে উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক মো. গোলজার হোসেনসহ অন্যান্য উর্ধতন মৎস্য কর্মকর্তা, প্রানিসম্পদ অধিদপ্তরের উর্ধতন কর্মকর্তা এবং সামুদ্রিক মৎস্য ও প্রযুক্তি কেন্দ্রের অন্যান্য বিজ্ঞানী, কর্মকর্তা ও কর্মচারিরা।

কেন্দ্র পরিদর্শনের সার্বিক তত্বাবধানে ছিলেন সামুদ্রিক মৎস্য ও প্রযুক্তি কেন্দ্র বিএফআরআই এর মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. জুলফিকার আলী। সূত্র: তথ্য ও ছবি মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয়ের ফেসবুক পেজ থেকে নেয়া।