সিকৃবি প্রতিনিধি, এগ্রিকেয়ার২৪.কম: নবীন শিক্ষার্থীদের মধ্যে ছায়া জাতিসংঘ শীর্ষক সম্মেলনে উদ্বুদ্ধ করার লক্ষ্যে MOCK MUN 1.0 অনুষ্ঠিত হয়েছে।

ইউনিস্যাব সিলেট উইংয়ের আয়োজনে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে সংক্ষিপ্ত পরিসরের এই ছায়া জাতিসংঘ সম্মেলন অনুষ্ঠিত হয়। এরে মাধ্যমে শিক্ষার্থীদের কূটনৈতিক নীতি এবং আগামীর টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে তাদের স্বক্রিয় প্রত্যাশা।

শুক্রবার (১ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত দিনব্যাপী প্রথমবারের মত এই সম্মেলনে অংশগ্রহণ করেছেন প্রায় ৫০ এর অধিক শিক্ষার্থী।

সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং ইউনিস্যাব সিলেট উইংয়ের মডারেট অধ্যাপক ড. মৃত্যুঞ্জয় কুন্ড, বিশ্ববিদ্যালয়ের ডিন কাউন্সিলের মাননীয় চেয়ারম্যান এবং কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ আবুল কাশেম, মাৎস্যবিজ্ঞান অনুষদের সম্মানিত ডিন অধ্যাপক ড. মো তরিকুল আলম এবং বায়োটেকনলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিরিং অনুষদের ডিন অধ্যাপক ড. মো: মেহেদি হাসান খান।

শিক্ষার্থীদের মধ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। সনদ প্রদান মাধ্যমে সম্মেলনের সমাপ্তি হয়।