নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: চাঁদপুরের হাইমচরে মেঘনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ধরায় ৫ জেলেকে আটক করেছে করে অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিগ্যান চাকমা আটককৃত প্রত্যেককে ৫ হাজার টাকা করে ২৫ হাজার টাকা অর্থদন্ড দিয়েছে।

গতকাল বুধবার (৩ মার্চ ২০২১) রাত ১১টায় ৫ জেলেকে আটক করা হয়। আটককৃতরা হলেন- হাইমচর উপজেলার সাহেবগঞ্জ এলাকার মো. মহসিন (৩৫), নাছির (২৫), মো. আল-আমিন (২৫), মো. মামুন (১২) ও সুমন (১৪)।

এ বিষয়ে জানতে চাইলে সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান এগ্রিকেয়ার২৪.কমকে জানান, সরকারি ঘোষণা অনুযায়ী জাটকা ধরায় নিষেধজ্ঞা জারি রয়েছে। তাই জাটকা রক্ষায় মৎস্য বিভাগ ও কোস্টগার্ডের নিয়মিত যৌথ অভিযানের অংশ হিসেবে সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত মেঘনা নদীতে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের সময় মেঘনা নদীর সাহেবগঞ্জ নামক স্থানে জাটকা ধরা অবস্থায় ১টি ৩৫ ঘোড়া নৌকা ও ৫জন জেলেকে আটক করা হয়।

এসময় আমি (উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান) কোস্টগার্ড সিসি সিনিয়র পেটি অফিসার মো. লুৎফর রহমান অভিযানে উপস্থিত ছিলেন।

এগ্রিকেয়ার/এমএইচ