দিনাজপুর প্রতিনিধি, এগ্রিকেয়ার২৪.কম: দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) কৃষি অনুষদের সেল্ফ অ্যাসেসমেন্ট কমিটি আয়োজিত শেয়ারিং দ্যা ইমপ্রভমেন্ট পান কর্মশারা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (৩১ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব রিসার্চ অ্যান্ড ট্রেনিং (আইআরটি)-এর কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত ওয়ার্কসপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিপ্রবি’র আইকিউএসি’র পরিচালক প্রফেসর মো. মিজানুর রহমান।

কৃষি অনুষদ সেলফ অ্যাসেসমেন্ট কমিটির প্রধান প্রফেসর ড. মো. আনিস খানের সভাপতিত্বে উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রফেসর ড. ভবেন্দ্র কুমার বিশ্বাস এবং প্রফেসর ড. হাসান ফুয়াদ-এল-তাজ।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর মো. মিজানুর রহমান বলেন, কৃষি অনুষদের সেলফ অ্যাসেসমেন্ট কমিটি অত্যন্ত যত্ন সহকারে ডাটা সংগ্রহের মাধ্যমে যে রিপোর্ট প্রনয়ণ করেছে তা অত্যন্ত ফলপ্রসূ হবে বলে মনে করি।

এ ওয়ার্কসপের মাধ্যমে যে সুপারিশমালা প্রদান করা হবে তা আপনারা রিপোর্টে অন্তর্ভূক্ত করবেন। অনুষ্ঠানে কৃষি অনুষদের শিক্ষক ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।