পোল্ট্রি ডেস্ক, এগ্রিকেয়ার২৪.কম: আগামী মার্চ মাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক পোল্ট্রি শো ও সেমিনার। এর মধ্যে সেমিনারের ভেন্যু পরিবর্তন করা হয়েছ।

আজ সোমবার (৩১ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ‘আন্তর্জাতিক পোল্ট্রি সেমিনার-২০১৯’ এর ভেন্যু পরিবর্তন করা হয়েছে।

পূর্বে দুই দিনব্যাপী সেমিনার হওয়ার কথা ছিল হোটেল রিজেন্সিতে। পরিবর্তিত সিদ্ধান্ত অনুযায়ী ‍সেমিনার অনুষ্ঠিত হবে হোটেল লা মেরিডিয়ানে। তবে তারিখ ঠিক রয়েছে।

বিস্তারিত জানতে ওয়াপসা-বিবি’র কর্মকর্তা আব্দুল খালেক মজুমদারের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

এবার ভিন্ন আঙ্গিকে এবং আরও জমকালোভাবে অনুষ্ঠিত হবে ১১তম আন্তর্জাতিক পোল্ট্রি শো ও সেমিনার।

৫ ও ৬ মার্চ, ২০১৯ ওয়ার্ল্ড’স পোল্ট্রি সায়েন্স অ্যাসোসিয়েশন (ডব্লিউ.পি.এস.এ) বাংলাদেশ শাখার উদ্যোগে হোটেল লা মেরিডিয়ানে ‘ইন্টারন্যাশনাল টেকনিক্যাল সেমিনার’এবং ৭, ৮ ও ৯ মার্চ ডব্লিউ.পি.এস.এ বাংলাদেশ শাখা এবং ‘বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাষ্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল’ (বিপিআইসিসি) এর যৌথ উদ্যোগে বসুন্ধরা আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (আইসিসিবি) অনুষ্ঠিত হবে ‘ইন্টারন্যাশনাল পোল্ট্রি শো’।

অর্থাৎ সবকিছু মিলিয়ে এবার ৩দিন নয় বরং ৫দিনব্যাপি অনুষ্ঠিত হবে এই মেগা ইভেন্ট।