এগ্রিকেয়ার২৪.কম আন্তর্জাতিক কৃষি ডেস্ক: গত বছরে (২০১৭ সাল) চীনের ইতিহাসে রেকর্ড সর্বোচ্চ কিশমিশ উৎপাদন হয়েছে। মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করা হয়েছে। খবর বিজনেস রেকর্ডার।

প্রতিবেদনে দেখা যায়, ২০১৭ সালে চীনে ১ লাখ ৯০ হাজার টন কিশমিশ উৎপাদন হয়েছে, যা আগের বছরের তুলনায় ২ দশমিক ৭০ শতাংশ বেশি। দেশটির ইতিহাসে এটাই কিশমিশ উৎপাদনের সর্বোচ্চ রেকর্ড।

২০১৬ সালে চীনে ১ লাখ ৮৫ হাজার টন কিশমিশ উৎপাদন হয়েছিল। এ হিসাবে এক বছরের ব্যবধানে দেশটিতে কিশমিশ উৎপাদন বেড়েছে ৫ হাজার টন। এর আগে চার বছরের ধারাবাহিক প্রবৃদ্ধির পর ২০১৬ সালে চীনে আগের বছরের তুলনায় ২ দশমিক ৬৩ শতাংশ কমে ১ লাখ ৮৫ হাজার টন কিশমিশ উৎপাদন হয়েছিল। সেই হিসাবে, এক বছরের ব্যবধানে দেশটিতে কিশমিশ উৎপাদন বেড়েছে ৫ হাজার টন। সূত্র: বণিক বার্তা।