চলতি বছরে বৈশ্বিক ভুট্টার

আন্তর্জাতিক ‍কৃষি ডেস্ক, এগ্রিকেয়ার২৪.কম: চলতি বছরে বৈশ্বিক ভুট্টার উৎপাদন কম হওয়ার সম্ভাবনা রয়েছে। চলতি মৌসুমে বিশ্বজুড়ে সব মিলিয়ে ১১১ কোটি ১০ লাখ টন ভুট্টা উৎপাদন হতে পারে।

আর ২০১৮-১৯ মৌসুমে ভুট্টার বৈশ্বিক উৎপাদন ছিল ১১২ কোটি ৯০ লাখ টন। ইন্টারন্যাশনাল গ্রেইন কাউন্সিল (আইজিসি) এসব তথ্য প্রকাশ করেছে।

সর্বশেষ মাসভিত্তিক প্রতিবেদনে আগের মাসের তুলনায় ভুট্টার বৈশ্বিক উৎপাদন পূর্বাভাস বাড়িয়েছে ইন্টারন্যাশনাল গ্রেইন কাউন্সিল (আইজিসি)। চীন ও যুক্তরাষ্ট্রের উৎপাদন পূর্বাভাস বাড়ানোর জেরে কৃষিপণ্যটির বৈশ্বিক উৎপাদন পূর্বাভাস বাড়িয়েছে প্রতিষ্ঠানটি। খবর ওয়ার্ল্ডগ্রেইনডটকম ও বিজনেস রেকর্ডার।

আইজিসির সর্বশেষ মাসভিত্তিক প্রতিবেদনে জানানো হয়, চলতি মৌসুমে বিশ্বজুড়ে সব মিলিয়ে ১১১ কোটি ১০ লাখ টন ভুট্টা উৎপাদন হতে পারে, যা প্রতিষ্ঠানটির আগের পূর্বাভাসের তুলনায় ৮০ লাখ টন বেশি।

তবে চলতি মৌসুমে পণ্যটির বৈশ্বিক উৎপাদন পূর্বাভাস আগের মৌসুমের তুলনায় এখনো কমতির দিকে রয়েছে। ২০১৮-১৯ মৌসুমে ভুট্টার বৈশ্বিক উৎপাদন ছিল ১১২ কোটি ৯০ লাখ টন।

বিশ্বের শীর্ষ ভুট্টা উৎপাদনকারী দুই দেশ যথাক্রমে যুক্তরাষ্ট্র ও চীন। সর্বশেষ প্রতিবেদনে উভয় দেশের ভুট্টা উৎপাদনের পূর্বাভাস বাড়িয়েছে আইজিসি।

আইজিসি’র তথ্য বলছে, ২০১৯-২০ মৌসুমে চীনে সব মিলিয়ে ২৬ কোটি ৮ লাখ টন ভুট্টা উৎপাদন হতে পারে, আগের মাসের প্রতিবেদনে এর পরিমাণ ছিল ২৫ কোটি ৫৪ লাখ টন। আগের মৌসুমে দেশটিতে মোট ২৫ কোটি ৭৩ লাখ টন ভুট্টা উৎপাদন হয়েছিল।

এদিকে চলতি মৌসুমে শীর্ষ ভুট্টা উৎপাদন দেশ যুক্তরাষ্ট্রে সব মিলিয়ে ৩৪ কোটি ৭৮ লাখ টন ভুট্টা উৎপাদনের পূর্বাভাস করেছে আইজিসি, আগের মাসে এর পরিমাণ ছিল ৩৪ কোটি ৪৭ লাখ টন।

তিন বছর ধরে যুক্তরাষ্ট্রের ভুট্টা উৎপাদনে টানা মন্দা ভাব বজায় রয়েছে। এর আগে ২০১৬-১৭ মৌসুমে মোট ৩৮ কোটি ৪৮ লাখ ভুট্টা উৎপাদন করে রেকর্ড করেছিল দেশটি।

চলতি বছরে বৈশ্বিক ভুট্টার উৎপাদন কম হওয়ার সম্ভাবনা শিরোনামের সংবাদটির তথ্য বণিক বার্তা থেকে সংগ্রহ করা হয়েছে।