আন্তর্জাতিক কৃষি ডেস্ক, এগ্রিকেয়ার২৪.কম: কানাডায় টানা দুই বছরের প্রবৃদ্ধির ধারাবাহিকতায় চলতি বছরও গম উৎপাদন আগের বছরের তুলনায় ৫ শতাংশের বেশি বাড়তে পারে বলে জানিয়েছে মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ)।

আরও পড়ুন: কানাডায় গম উৎপাদন বাড়তে পারে ১৫ লাখ টন

সাম্প্রতিক এক প্রতিবেদনে এ পূর্বাভাস দিয়েছে মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) ফরেন এগ্রিকালচারাল সার্ভিস। খবর এগ্রিমানি ও বিজনেস রেকর্ডার। গম উৎপাদনকারী দেশগুলোর বৈশ্বিক শীর্ষ তালিকায় কানাডার অবস্থান ষষ্ঠ। ইউএসডিএ বলছে, ২০২০ সালে কানাডায় সব মিলিয়ে ৩ কোটি ৪০ লাখ টন গম উৎপাদন হতে পারে। এক বছরের ব্যবধানে দেশটিতে কৃষিপণ্যটির উৎপাদন বাড়তে পারে ৫ দশমিক ১১ শতাংশ।

আরও পড়ুন: দেশের কৃষি গবেষণা প্রশিক্ষণসহ প্রযুক্তিগত সহায়তা করবে কানাডা

গত বছর কানাডায় সব মিলিয়ে ৩ কোটি ২৩ লাখ ৪৮ হাজার টন গম উৎপাদন হয়েছিল, যা আগের বছরের তুলনায় দশমিক ৪৬ শতাংশ বেশি। আর ২০১৮ সালে দেশটিতে আগের বছরের তুলনায় ৬ শতাংশ বেড়ে ৩ কোটি ২২ লাখ ১ হাজার টন গম উৎপাদন হয়েছিল। কানাডার ইতিহাসে ২০১৩ সালে সবচেয়ে বেশি ৩ কোটি ৭৫ লাখ ৮৯ হাজার টন গম উৎপাদনের রেকর্ড হয়েছিল।

চলতি বছর কানাডায় গম উৎপাদনে প্রবৃদ্ধির সম্ভাবনা শিরোনামে সংবাদের তথ্য বণিক বার্তা থেকে সংগ্রহ করা হয়েছে।

এগ্রিকেয়ার / এমবি