ডেস্ক প্রতিবেদন, এগ্রিকেয়ার২৪.কম: লেবু আমাদের দেশে অতিপরিচিত একটি ফল। যেকোন উৎসবে খাওয়া দাওয়ার সময় লেবু না হলে যেন খাওয়াটাই অপূর্ণ থাকে। শরীর সুস্থ রাখতে লেবু খাওয়া অত্যন্ত জরুরি ৷সেইসাথে জেনে নিন লেবুর অবিশ্বাস্য গুণ।

লেবুর গুণাগুণ:
লেবু একটি প্রচুর পরিমাণে ভিটামিন সমৃদ্ধ ফল। লেবুতে প্রচুর ভিটামিন সি আছে । প্রতি ১০০গ্রাম লেবুতে প্রায় ৫৩ মিলিগ্রাম ভিটামিন সি বা এসকরনিক এসিড পাওয়া যায়।

ঔষধি গুনাগুন:
লেবুতে অনেক ধরণের ঔষধি গুন রয়েছে। লেবুর রস মধু, লবণ ও আদা দিয়ে মিশিয়ে পান করলে ঠাণ্ডা ও সর্দি কাশি উপশম হয়। এছাড়াও লেবু রস ব্যবহারে হৃদ রোগের ঝুঁকি কমায়, শরীরের অতিরিক্ত মেদ কমে, দেহের ওজন কমায়, শরীরের রোগ সংক্রমণও কমে যায়। লেবুর সাইট্রিক এসিড ক্যালসিয়াম নির্গমন হ্রাস করে পাথুরী রোগ প্রতিহত করতে পারে। জ্বরে হলে লেবু খুবই উপকারী।

লেবুর অন্যান্য ব্যবহার:
লেবু খাওয়া ছাড়াও অনেক ব্যবহার আছে। কাপড়ে দাগ পড়লে অথবা রুপচর্যায় লেবুর রস অনেক উপকারী। লেবুর রস ব্যবহার করে মুখের ব্রণ দূর করা যায়। এবং বয়সজনিত মুখের দাগ সারাতে লেবুর রসের তুলনা নেই।

জেনে নিন লেবুর অবিশ্বাস্য গুণ শিরোনামে সংবাদের তথ্য বাংলাদেশ প্রতিদিন থেকে নেওয়া হয়েছে।