ঢাকায় পোল্ট্রি ফেস্ট ২১

ডেস্ক প্রতিবেদন, এগ্রিকেয়ার২৪.কম: ঢাকায় পোল্ট্রি ফেস্ট ২১ মার্চ, ২৫% ছাড়ে মিলবে পোল্ট্রি পণ্য। এছাড়াও আন্তর্জাতিক মানের এ ফেস্টে রয়েছে নানা প্রতিযোগিতা ও চমকপ্রদ আয়োজন। দিনব্যাপী এমন আয়োজনে সবাই অংশ নিতে পারবেন।

বাংলাদেশে প্রথমবারের মতো ওয়ার্ড পোল্ট্রি সায়েন্স এসোসিয়েশন, বাংলাদেশ শাখা (ওয়াপসা’বিবি) এর উদ্যোগে নানা আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে এ পোল্ট্রি ফেস্ট ২০২০।

ওয়াপসা’বিবি সূত্র জানায়, আগামী ২১ মার্চ ঢাকার বনানী মাঠে (কামাল আতাতুর্ক সড়ক সংলগ্ন) বৃহৎ পরিসরে ‘পোল্ট্রি ফেস্ট-২০২০’ অনুষ্ঠিত হবে। এ ফেস্ট এ ২৫% নগদ ছাড়ে পোল্ট্রি পণ্য কেনা যাবে।

এছাড়া ৫০০ টাকার পণ্য কিনলে প্রায় ২৫০ টাকা সমমূল্যের একটি মেজবানী খাবারের প্যাকেট ফ্রি পাওয়া যাবে। অর্থাৎ মোট প্রায় ৫০% ছাড়ে পাবেন পোল্ট্রি পণ্য কেনার অনন্য সুবর্ণ সুযোগ! ফেস্ট আকর্ষণের মধ্যে আরও থাকছে পোল্ট্রি কুকিং কনটেস্ট। এই প্রতিযোগিতায় অংশ নিতে মুরগি বা ডিমের ২টি রেসিপি পাঠাতে হবে ১৪ মার্চের মধ্যে।

রেসিপি পাঠাতে হবে Poultry-Bangladesh ফেসবুক পেজ অথবা এই ইমেইল ঠিকানায়: [email protected] । সব প্রতিযোগীদের মধ্যে থেকে ৩০ জন কে বাছাই করা হবে চুড়ান্ত পর্বের রান্নার প্রতিযোগিতায় অংশগ্রহণের ডাকা হবে। চুড়ান্ত পর্ব ২১ মার্চ, বিকাল ৩টা, বনানী মাঠে অনুষ্ঠিত হবে। ঢাকার বাইরের প্রতিযোগিদের জন্য থাকবে বিশেষ সুবিধা।

পোল্ট্রি ফেস্ট ২০২০ এর বিশেষ আকর্ষণের মধ্যে রয়েছে, ফেস্টে তৈরি হবে দেশের সবচেয়ে বড় ডিম অমলেট, দেশের সবচেয়ে দীর্ঘ চিকেন কাবাব, রান্না হবে মুরগির মেজবান ও কালাভূনা, অনুষ্ঠিত হবে রান্না প্রতিযোগিতা (চুড়ান্ত পর্ব), পরিবেশিত হবে নানা-নাতির গম্ভীরা, সাংস্কৃতিক সন্ধ্যা, থাকবে ‘স্ট্রীট ফুড’ কর্ণার এবং পোল্ট্রি শপ ভ্যালী যেখানে ২৫% নগদ ছাড়ে পোল্ট্রি পণ্য বিক্রি করা হবে। এমন প্রায় নয়টি ভিন্ন ধারার আয়োজন থাকবে এ পোল্ট্রি ফেস্ট ২০২০’তে।

ঢাকায় পোল্ট্রি ফেস্ট ২১ মার্চ, ২৫% ছাড়ে মিলবে পোল্ট্রি পণ্য এমন আয়োজনে সবাই অংশগ্রহণ করতে পারবেন। দেশের পোল্ট্রি শিল্পের এমন আয়োজনে সবাইকে আমন্ত্রণ জানিয়েছে আয়োজকেরা।