সানজিদা আক্তার মৌ, এগ্রিকেয়ার২৪.কম: তুলসি একটি ঔষধিগাছ। তুলসী অর্থ যার তুলনা নেই। এটি একটি সুগন্ধী উদ্ভিদ।হিন্দু সম্প্রদায়ের কাছে এটি একটি পবিত্র উদ্ভিদ হিসাবে সমাদৃত এবং প্রায় প্রতিটি বাড়িতেই পাওয়া যায়।

স্থানীয় নাম:তুলসী।
বৈজ্ঞানিক নাম:Ocimum tenuiflorum.
বৈজ্ঞানিক শ্রেনীবিভাগ:
জগৎ:Plantae
বর্গ:Lamiales
পরিবার:Lamiaceae.
গণ:Ocimum
প্রজাতি:Ocimum tenuiflorum.

ঔষধি গুণ:
তুলসীতে প্রচুর পরিমাণে আন্টি অক্সিডেন্ট রয়েছে।শক্তিশালী আন্টিবায়োটিক হিসাবেও দারুণ ভূমিকা দেখা যায়।

উপকারিতা:
১।সর্দি, কাশি,ঠান্ডালাগার সমস্যায়।
২।কৃমি ও বায়ুনাশক হিসাবে।
৩।লিভারের কর্মদক্ষতা বাড়াতে।
৪।এলার্জি নিরাময়ে।
৫।সাদা দাগ দূর করতে।
৬।ডায়াবেটিকস নিয়ন্ত্রণে।
৭।শরীরে ঘা নিরাময়ে।
৮।শরীরের কোথাও পুড়ে গেলে।
৯।চামড়ার সমস্যায়।
১০।হাঁপানি সমস্যায়।
১১।মুখের দুর্গন্ধতে।
১২।চুল পড়া কমাতে।
১৩।চোখের সমস্যায়।
১৪।দাঁতের সমস্যায়।
১৫।ক্যানসার এর চিকিৎসায় দারুন কার্যকর।

তুলসি গাছের ঔষধি গুণ ও ১৫ উপকারিতা শিরোনামে সংবাদের লেখাটি লিখেছেন রাজশাহী কলেজ উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সানজিদা আক্তার মৌ।

উল্লেখ্য,  রাজশাহী কলেজে শুরু হয়েছে ‘প্লান্ট ফটোগ্রাফি ২০২০’ প্রতিযোগিতা। কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের রাজশাহী কলেজ ন্যাচার কনজারভেশন ক্লাবের (আরসিএনসিসি) উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এ প্রতিযোগিতায় অংশগ্রহণকারীর নামসহ লেখা পত্রিকায় প্রকাশ করা হবে।

বিস্তারিত: রাজশাহী কলেজে ‘প্লান্ট ফটোগ্রাফি’ প্রতিযোগিতা শুরু