আন্তর্জাতিক বাজারে গম ও

আন্তর্জাতিক কৃষি ডেস্ক, এগ্রিকেয়ার২৪.কম: শস্য উৎপাদনে উপরের থাকা দেশ দক্ষিণ কোরিয়ার শস্য উৎপাদনে মন্দাভাব বিরাজ করছে। ২০১৮-১৯ মৌসুমে দেশটিতে শস্য উৎপাদন আগের মৌসুমের তুলনায় ১২ শতাংশ কমে ৫০ লাখ টনের নিচে নেমে এসেছে।

মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) ফরেন এগ্রিকালচারাল সার্ভিসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবর ওয়ার্ল্ডগ্রেইনডটকম। বণিক বার্তা।

ইউএসডিএর প্রতিবেদনের তথ্য উল্লেখ করে বণিক বার্তায় প্রকাশিত সংবাদে বলা হয়েছে, ২০১৮-১৯ মৌসুমে দক্ষিণ কোরিয়ায় সব মিলিয়ে ৪৯ লাখ টন শস্য উৎপাদন হয়েছে, যা আগের মৌসুমের তুলনায় ১২ শতাংশ কম। এর আগের মৌসুমে দেশটিতে ৫৫ লাখ টন শস্য উৎপাদন হয়েছিল। সেই হিসাবে এক বছরের ব্যবধানে দক্ষিণ কোরিয়ায় শস্য উৎপাদন ছয় লাখ টন কমেছে।