নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: ঢাকা মহানগরীর নিত্য প্রয়োজনীয় দ্রব্যের খুচরা বাজারদর (মূল্য টাকায়) প্রকাশ করেছে ট্রেডিং কর্পোরেশন বাংলাদেশ (টিসিবি)। দেখা যায় ৭ দিনের ব্যবধানে দাম বেড়েছে চাল, তেল, আটা, ডালসহ সব ধরণের মসলা পণ্যের।

সেইসাথে নিত্যপ্রয়োজনীয় পণ্যের আজকের (৩০ অক্টোবর ২০২২) রোববারের বাজারদরে ৩০টির বেশি পণ্যের দাম প্রকাশ করেছে টিসিবি।

রাজধানীর শাহজাহানপুর, মালিবাগ বাজার, কাওরান বাজার, বাদামতলী বাজার, সূত্রাপুর বাজার,শ্যাম বাজার, কচুক্ষেত বাজার, মৌলভী বাজার, মহাখালী বাজার, উত্তরা আজম পুর বাজার, রহমতগঞ্জ বাজার, রামপুরা, মীরপুর-১ নং বাজার থেকে তথ্য সংগ্রহ করা হয়েছে।

এগ্রিকেয়ার২৪.কমের অন্যান্য নিউজ পড়তে পারেন:

বাজারে চিনি সরবরাহ ও আমদানি নিয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন তথ্য

সর্বনিম্নে নেমেছে অ্যারাবিকা কফির দাম

খামারিদের সু-খবর, শীঘ্রই কমছে না ডিম-মুরগির দাম

শুক্রবারের (২৮ অক্টোবর) পোল্ট্রির ডিম মুরগি ও বাচ্চার পাইকারি দাম

প্রকাশিত বাজারদরে দেখা যায়, চাল(সরু,মাঝারী,মোটা), ময়দা (খোলা/প্যাকেট), আটা(প্যা:), পাম অয়েল ( লুজ), মশুর ডাল(বড়,মাঝারী,ছোট), রশুন(দেশী), হলুদ(দেশী), আদা(আম), আলু, শুকনা মরিচ (আম), ছোলা, দারুচিনি, চিনি, জিরা, লবঙ্গ, এলাচ, ধনে, এর মূল্য বৃদ্ধি পেয়েছে।

সয়াবিন(বোতল), হলুদ (আম), আদা(দেশী), সয়াবিন লুজ, খেজুর এর মূল্য হ্রাস পেয়েছে। অন্যান্য পণ্যের মূল্য অপরিবর্তীত রয়েছে।

পণ্যের নাম মাপের এককঅদ্যকার মূল্য(টাকায়)১সপ্তাহ পূর্বের মূল্য(টাকায়)
৩০/১০/২২২৩/১০/২২
চালসর্বনিম্নসর্ব্বোচ্চসর্বনিম্নসর্ব্বোচ্চ
চাল সরু (নাজির/মিনিকেট)প্রতি কেজি        ৬৫          ৭৫           ৬৩          ৭৫
চাল (মাঝারী)পাইজাম/লতাপ্রতি কেজি         ৫৪          ৫৮           ৫২          ৫৬
চাল (মোটা)/স্বর্ণা/চায়না ইরিপ্রতি কেজি         ৫০          ৫৪           ৪৮          ৫২
আটা/ময়দা
আটা সাদা (খোলা)প্রতি কেজি         ৫৫          ৫৮           ৫৫          ৫৮
আটা (প্যাকেট)প্রতি কেজি প্যাঃ         ৫৮         ৬৩           ৫৮          ৬০
ময়দা (খোলা)প্রতি কেজি        ৬৫         ৬৮           ৬০          ৬৫
ময়দা (প্যাকেট)প্রতি কেজি প্যাঃ         ৭২          ৭৫           ৭০          ৭৫
ভোজ্য তেল
সয়াবিন তেল (লুজ)প্রতি লিটার       ১৬০        ১৬৫         ১৬২        ১৬৬
সয়াবিন তেল (বোতল)৫ লিটার       ৮৫০        ৮৮০         ৮৬০        ৯০০
সয়াবিন তেল (বোতল)১ লিটার       ১৭৫        ১৮৫          ১৭৫        ১৮৫
পাম অয়েল (লুজ)প্রতি লিটার       ১১৩        ১২২          ১১২         ১২২
পাম অয়েল (সুপার)প্রতি লিটার       ১২৫        ১৩০          ১২৫        ১৩০
 ডাল
মশুর ডাল (বড় দানা)প্রতি কেজি         ৯৮        ১০৫           ৯৫         ১০০
মশূর ডাল (মাঝারী দানা)প্রতি কেজি       ১১৫        ১২০          ১১০         ১২০
মশুর ডাল (ছোট দানা)প্রতি কেজি       ১২৫        ১৩০          ১২০        ১৩০
মুগ ডাল (মানভেদে)প্রতি কেজি         ৯৫        ১৩৫           ৯৫        ১৩৫
এ্যাংকর ডালপ্রতি কেজি         ৭০          ৭৫           ৭০          ৭৫
ছোলা (মানভেদে)প্রতি কেজি         ৭৫          ৮০           ৭০          ৮০
আলু (মানভেদে)প্রতি কেজি         ২৫          ৩০           ২৪          ২৮
মসলাঃ
পিঁয়াজ (দেশী)প্রতি কেজি         ৫০          ৬০           ৫০          ৫৫
পিঁয়াজ (আমদানি)প্রতি কেজি         ৫০          ৫৫           ৫০          ৫৫
রসুন(দেশী) নতুন/পুরাতন)প্রতি কেজি         ৮০        ১০০           ৭৫          ৮০
রসুন (আমদানি)প্রতি কেজি       ১১০        ১৩০          ১১০        ১৩০
শুকনা মরিচ (দেশী)প্রতি কেজি       ৩৪০        ৩৮০         ৩৪০        ৩৮০
শুকনা মরিচ (আমদানি)প্রতি কেজি       ৪৪০        ৫০০         ৪৩০        ৪৮০
হলুদ (দেশী)প্রতি কেজি       ২২০        ২৫০         ২২০         ২৪৫
হলুদ (আমদানি)প্রতি কেজি       ১৯০        ২২০          ১৯০         ২৪০
আদা (দেশী)প্রতি কেজি       ২২০        ২৪০          ২৪০        ২৬০
আদা (আমদানি)প্রতি কেজি       ১২০        ১৮০          ১০০        ১৮০
জিরাপ্রতি কেজি       ৪৫০        ৫৫০          ৪৪০        ৫৫০
দারুচিনিপ্রতি কেজি       ৩৯০        ৪৫০         ৩৮০         ৪৫০
লবঙ্গপ্রতি কেজি     ১,২০০     ১,৩০০       ১,১৫০      ১,৩০০
এলাচ(ছোট)প্রতি কেজি     ১,৭৫০     ৩,০০০       ১,৭০০      ৩,০০০
ধনেপ্রতি কেজি       ১২০        ১৪০          ১১৫         ১৪০
তেজপাতাপ্রতি কেজি       ১০০        ১৫০          ১০০         ১৫০
মাছ ও গোশত:
রুইপ্রতি কেজি       ২৫০        ৩৫০         ২৫০        ৩৫০
ইলিশপ্রতি কেজি       ৬০০     ১,৩০০           –          –
গরুপ্রতি কেজি       ৬৭০        ৭০০         ৬৫০         ৭০০
খাসীপ্রতি কেজি       ৮৫০        ৯৫০         ৮৫০        ৯৫০
মুরগী(ব্রয়লার)প্রতি কেজি       ১৭০        ১৮০          ১৭০        ১৮০
মুরগী (দেশী)প্রতি কেজি       ৪৫০        ৫৫০          ৪৫০        ৫৫০

সূত্র: টিসিবি

এগ্রিকেয়ার/এমএইচ