মৎস্য ডেস্ক, এগ্রিকেয়ার২৪.কম: সাগরে বড় বড় দামী মাছ ধরা পড়ার ঘটনা নতুন কিছু নয়। তবে প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে একজোড়া কালো পোপা মাছ পৌনে ৩ লাখ বা ২ লাখ ৭০ হাজার টাকায় বিক্রি হয়েছে।

জেলেদের জালে ধরা পড়া ৫৫ কেজি ২০০ গ্রাম ওজনের মাছ দুটি ধরা পড়ার পর প্রথমে ট্রলার মালিক দাম হাঁকিয়েছিলেন ১৫ লাখ টাকা। তবে তা পরে পৌনে ৩ লাখ টাকায় বিক্রি হয়।

গত মঙ্গলবার (৮ নভেম্বর) সকালে আবদুল গণির মালিকানাধীন ‘এফবি মায়ের দোয়া’ নামে একটি ট্রলারে ২৪ কেজি ৯০০ গ্রাম ও ৩০ কেজি ৩০০ গ্রামের দুটি পোপা মাছ ধরা পড়ে। পরে গতকাল বুধবার কক্সবাজারের ফিশারিঘাটের মোহাম্মদ ইছাহাক সওদাগর নামের একজন মাছ ব্যবসায়ী মাছ দুটি কিনে নেন।

এগ্রিকেয়ার২৪.কমের আরো নিউজ পড়তে পারেন:

দুই মাছের দাম ১৮ হাজার ৯০০ টাকা!

এক পোয়া মাছের দাম ২ লাখ ৮০ হাজার টাকা!

৪টি মাছের দাম ১৮ লাখ টাকা!

আবদুল গণি বলেন, মাছ দুটি ধরা পড়ার পর টেকনাফের সেন্টমার্টিন জেটির ফিশারিঘাটে তিনি দাম হাঁকিয়েছিলেন ১৫ লাখ টাকা। ওই সময় নুর মোহাম্মদ নামের একজন স্থানীয় ব্যবসায়ী আট লাখ টাকায় মাছ দুটি কিনতে চেয়েছিলেন। তবে তিনি বেশি দামের আশায় মাছ দুটি বিক্রি করেননি। পরে মাছ দুটি কক্সবাজারে পাঠালে এর চেয়ে কম দাম বলেন ক্রেতারা। একপর্যায়ে বাধ্য হয়ে মাছ দুটি ২ লাখ ৭০ হাজার টাকায় বিক্রি করেছেন।

স্থানীয় লোকজনের কাছে মাছ দুটি ‘কালা পোপা’ নামে পরিচিত। এ মাছের মূল আকর্ষণ হলো পেটের ভেতরে থাকা পটকা বা বায়ুথলি (এয়ার ব্লাডার)। এই বায়ুথলি দিয়ে বিশেষ ধরনের সার্জিক্যাল সুতা তৈরি করা হয়। এ জন্য পোপা মাছের এমন চড়া দাম।

এ বিষয়ে টেকনাফ উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বলেন, পোপা মাছের বায়ুথলি দিয়ে বিশেষ ধরনের সার্জিক্যাল সুতা তৈরি করা যায় বলে বিশ্বের বিভিন্ন দেশে এই মাছের চাহিদা আছে।

দুই মাছের দাম পৌনে ৩ লাখ! সংবাদের তথ্য সময় নিউজ থেকে নেওয়া হয়েছে।

এগ্রিকেয়ার/এমএইচ