মেহেদী হাসান, এগ্রিকেয়ার২৪.কম: রাজশাহীর বাঘা উপজেলার চকরাজাপুর ইউনিয়নের কালিদাশখালি গ্রামের ইউসুফ আলী দেওয়ানের ছেলে ওয়ালিউর রহমান (৩২)। মৌসুমে পদ্মা নদীতে মাছ ধরেন তিনি। পাশাপাশি নিজের মোটরবাইকে যাত্রী বহন করেন পদ্মার দুর্গম চরে। সেই আয়েই চলে সংসার।

অন্যান্য দিনের মতোই গতকাল রোববার (২১ ফেব্রুয়ারি) ওয়ালিউর মাছ ধরতে যায় পদ্মা নদীতে। জালে ধরা পড়ে ৪০ কেজির বাঘাইড়।সেই মাছ ৮৫০ টাকা দরে বিক্রি করে দাম পান ৩৪ হাজার টাকা। এর তিন দিন আগে ৫টি বাঘাইড় পেয়েছিলেন তিনি। মোট ওজন হয়েছিল ৭৪ কেজি। এর মধ্যে ২টি ১৭ কেজি, ১ টা ১৪ কেজি ও আর বাকি ২টা ২৬ কেজি ওজন হয়েছিল। মাছগুলো ৭৫০ টাকা দরে বিক্রি করে পেয়েছেন ৫৫ হাজার ৫০০ টাকা।

আজ সোমবার (২২ ফেব্রুয়ারি) আবারও ৯ কেজি ওজনের রুইমাছ ও সাড়ে তিন কেজি ওজনের বাগাইড় ধরা পড়ে ওয়ালিউর রহমানের জালে। ৯০০ টাকা কেজি দরে রুই বিক্রি করে পান আট হাজার ১০০ টাকা। আর ৩৫০ টাকা দরে বাঘাইড়টি বিক্রি করেন বাঘাইড়। দাম পান এক হাজার ২২৫ টাকা।

আরোও পড়ুন:  কৌশলেই সফল খামারি প্রবাস ফেরত বাবলু

এগ্রিকেয়ার২৪.কমের সাথে কথা হয় ওয়ালিউর রহমানের। তিনি জানান, তার আগের দিন আরও একটি ২৪ কেজি ওজনের বাঘাইড় ধরা পড়ে তার জালে। সেটা বিক্রি করে পেয়েছেন বিশ হাজার টাকা। চারদিনেই তার জালে ধরা পড়েছে ১৫০ কেজির বেশি মাছ। সেগুলো বিক্রি করে আয় করেছেন প্রায় সোয়া লাখ টাকা। ফলে চারদিনেই লাখপতি হয়েছেন ওয়ালিউর রহমান।

ওয়ালিউর রহমানের জীবন সম্পর্কে জানতে চাইলে বলেন, নবম শ্রেণি পর্যন্ত পড়েছি তারপর আর নিজেই ইচ্চাতেই পড়িনি। তারপর থেকেই মাছ ধরি। পাশাপাশি মোটরসাইকেলে ভাড়া মারি। আমার স্ত্রীর নাম জোহরা খাতুন বছর সাতেক আগে বিয়ে করেছি। আমার দুইটা ছেলে হয়েছে। বড় ইয়ার হোসেন জুনায়েদের বয়স ৫ বছর। আর পাঁচ মাস আগে আরেকটি ছেলে হয়েছে। নাম রেখেছি জাহিদ হাসান। পড়ালেখা করাতে চাই আমার দুই ছেলেকে। আমি যেহেতু পড়িনি সেহেতু ছেলেদের পড়াব।

মাত্র এক সপ্তাহে এতটাকার মাছ পাওয়ায় খুশি ওয়ালিউর রহমান। তিনি বলেন, কাপাল ভালো বলতে হবে। এক সপ্তাহে প্রায় ১ লাখ টাকার বেশি মাছ বিক্রি করতে পেরে খুব ভালো লাগেছে। এখন তো ইলিশ পাওয়া যায় না। তাতে সমস্যা নাই। বাঘাইড়ের দাম পাচ্ছি ইলিশের চেয়েও বেশি। আর বিক্রি করতেও কোন ঝামেলা হয়না। খবর দিলে ঘাটে এসেই ব্যাপারিরা মাছ কিনে নিয়ে যায়।

আরোও পড়ুন: এইচএসসি পড়ুয়া সজীবের মুরগির খামার, মাসিক আয় ৪০ হাজার

বড় বড় বাঘাইড় মাছ পাওয়ার বিষয়টি ওই এলাকার মানুষের মাঝে কৌতূহলের সৃষ্টি হয়েছে। মাছ দেখতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে মানুষ দেখতে ভিড় করেন বলে জানা গেছে।

চারঘাটের বিশিষ্ট ব্যবসায়ী নুরুজ্জামান এগ্রিকেয়ার২৪.কমকে বলেন, ওয়ালিউর পদ্মা থেকে লাগাতার বড় বড় বাঘাইড় তুলছে। ৪০ কেজির মাছটি পাওয়ার পরে আমি দেখতে গিয়েছিলাম। অনেক মানুষ ভিড় করেছিল মাছটি দেখতে।

এ বিষয়ে উপজেলা ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা আমিরুল ইসলাম এগ্রিকেয়ার২৪.কমকে বলেন, পদ্মা নদীতে মোটামুটি বছরজুড়েই বাঘাইড় মাছ পাওয়া যায়। শীতকালে একটু কমই ধরা পড়ে। বড় বড় মাছ পাওয়া যাচ্ছে বলে শুনেছি। এটা একটা ভালো দিক, এর কারনে আপনার যেটা হয়েছে যে, জাটকা মাছ ধরার প্রবণতা কমে গেছে।

 

এগ্রিকেয়ার/এমএইচ