মৎস্য ডেস্ক, এগ্রিকেয়ার২৪.কম: রাজবাড়ীর পদ্মা নদীর দৌলতদিয়া এলাকায় পদ্মা ও যমুনার মোহনায় জেলের জালে পৌনে এক লাখ টাকা মূল্যের একটি বোয়াল মাছ ধরা পড়েছে।আজ মঙ্গলবার (২২ডিসেম্বর, ২০২০) সকালে ওই মাছটি ধরা পড়ে। মাছটির ওজন ২৫ কেজি ১০০ গ্রাম।এ সময় মাছটিকে এক নজর দেখতে উৎসুক জনতা ভিড় করেন।

আরও পড়ুন: শীতকালে মাছের রোগ প্রতিরোধে আগাম প্রস্তুতিতে যা করতে হবে 

দৌলতদিয়ার ৫ নম্বর ফেরি ঘাটের শাকিল সোহান মৎস্য আড়তের মালিক মো. শাজাহান মিয়া সম্রাট বলেন, মঙ্গলবার ভোরে পদ্মা ও যমুনার মোহনায় জাল ফেলেন স্থানীয় জেলে কালী হলদার। এসময় তার জালে বিশাল আকৃতির ওই বোয়াল মাছটি ধরা পড়ে।পরে আড়তে ডাকের মাধ্যমে ২ হাজার ৭৫০ টাকা কেজি দরে ৬৮ হাজার ৭৫০ টাকায় মাছটি কিনে নেন স্থানীয় মাছ ব্যবসায়ী নূর মিয়া।

আরও পড়ুন: শীতকালে মাছের ক্ষত, লেজ ও পাখনা পচা রোগ প্রতিরোধে করণীয় (ভিডিও)

মাছ ব্যবসায়ী নূর মিয়া জানান, এখন পদ্মায় মাঝে মধ্যেই এমন বড় বড় মাছ ধরা পড়ছে। মঙ্গলবার সকালে ২৫ কেজি ওজনের বোয়াল মাছটি কিনে নেয়ার পর ৩ হাজার টাকা কেজি দরে মোট ৭৫ হাজার টাকায় ঢাকার এক ব্যবসায়ীর কাছে বিক্রি করা হয়েছে বলে জানান তিনি।

পদ্মায় জেলের জালে ধরা লাখ টাকার বোয়াল! শিরোনামে সংবাদের তথ্য বণিক বার্তা থেকে সংগ্রহ করা হয়েছে।

এগ্রিকেয়ার / এমবি