বাকৃবিতে বঙ্গবন্ধু বিজ্ঞান ও

কৃষিবিদ দীন মোহাম্মদ দীনু, এগ্রিকেয়ার২৪.কম: বাকৃবিতে বঙ্গবন্ধু বিজ্ঞান ও টেকনোলজি পিএইচডি ফেলোদের গবেষণা অগ্রগতি বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৬ জানুয়ারি, ২০২০) বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু বিজ্ঞান ও টেকনোলজি ট্রাস্ট এর দিনব্যাপী পিএইচডি ফেলোদের গবেষণা অগ্রগতি পর্যালোচনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়।

মাৎস বিজ্ঞান অনুষদ ভবনের কনফারেন্স হলে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত কো-অর্ডিনেটর প্রফেসর ড. রফিকুর ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. লুৎফুল হাসান।

প্রধান পৃষ্ষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন সিইও, বিএসএফটি এবং অতিরিক্ত সচিব মোঃ আকবর হোসেন,  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আনোয়ারুল ইসলাম ও মাৎস বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ আহসান বিন হাবিব।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেমের (বাউরেস) সহযোগী পরিচালক প্রফেসর ড. মুহাম্মদ মাহফুজুল হক।

বাকৃবিতে বঙ্গবন্ধু বিজ্ঞান ও টেকনোলজি পিএইচডি ফেলোদের গবেষণা অগ্রগতি বিষয়ে কর্মশালা সংবাদটির তথ্য কৃষিবিদ দীন মোহাম্মদ দীনু লিখেছেন।

আরও পড়ুন: বাকৃবির মৎস্য অনুষদের নবীনদের ওরিয়েন্টেশন, কৃতি শিক্ষার্থীদের ডিন’স অ্যাওয়ার্ডস প্রদান