নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: এবার ব্রয়লারের কেজি ২১০ টাকা তে দাঁড়িয়েছে। গত কয়েকদিনের ব্যবধানে ব্রয়লার মুরগি ও ডিমের দাম বেড়েছে। তবে পাইকারি বাজারের তুলনায় এ দাম খুচরা বাজারে বেশি বেড়েছে। বিশেষ করে রাজধানীতে অনেক বেশি দাম বাড়ছে।

রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, কোনো কোনো বাজারে ব্রয়লার মুরগি খুচরা পর্যায়ে ২১০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়া ডিমের হালি (৪) ৫০ টাকা ছাড়িয়ে গেছে।

খুচরা বাজারে পোল্ট্রি পণ্য ডিম, মুরগির দাম বাড়লেও পাইকারি বাজারে সেভাবে দাম বৃদ্ধি না পাওয়ায় খামারিদের মাঝে বেশ অসন্তুষ্ট কাজ করছে। তারা বলছেন, উৎপাদনকারীরা যদি দাম না পায় তাহলে মধ্যস্বত্বভোগীদের পকেটে লাভের অংশ যাচ্ছে। এতে পোল্ট্রি শিল্পেরই ক্ষতি হবে।

খোঁজ নিয়ে দেখা গেছে, রাজধানীর কৃষি মার্কেটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ২১০ টাকা কেজি। এছাড়া অন্যান্য বাজারেও প্রায় একই দাম নেয়া হচ্ছে বলে জানিয়েছেন ক্রেতারা।

মিরপুর ১ নম্বর এলাকার শাহবাগ আলীতে খোঁজ নিয়ে দেখা গেছে, ব্রয়লার মুরগি ১৯৫ থেকে ২১০ টাকা কেজি, সোনালী ২৭০ থেকে ২৭৫ টাকা কেজি বিক্রি হচ্ছে। এছাড়া ডিমের ডজন ১৩৫ থেকে ১৪০ টাকায় বিক্রি হচ্ছে। বিক্রেতারা জানান, তুলনামূলকভাবে ব্রয়লার মুরগির দাম বাড়ছে। তবে সে অনুযায়ী সোনালী মুরগির দাম বাড়ে নি।

এদিকে মুরগির দাম বাড়ায় সাধারণ ক্রেতারা অখুশি প্রকাশ করেছেন। তারা বলছেন, আয়ের সাথে পাল্লা দিয়ে জিনিসপত্রের দাম বৃদ্ধি পাওয়ায় বাজারে কেনাকাটা করা কঠিন হয়ে পড়েছে। নিত্যপ্রয়োনীয় এসব জিনিসপত্র কিনতে তাদের হিমশিম খেতে হচ্ছে।

সংশ্লিষ্টরা বলছেন, গত কয়েকমাসে মুরগির দাম কম থাকায় অনেকেই খামার বন্ধ করে দিয়েছেন। এর প্রভাব এখন বাজারে পরা শুরু হয়েছে। মূলত উৎপাদন কমে যাওয়ার কারণেই মুরগির দাম বাড়ছে বলে তারা মনে করছেন।

তবে ব্রয়লারের কেজি ২১০ টাকা সহ সোনালী ও ডিমের দাম খুচরা বাজারে বাড়লেও পাইকারি বাজারে সে তুলনায় বাড়ে নি। ব্রয়লার মুরগি ১৬০ টাকা কেজির নিচেই পাইকারিতে বিক্রি হতে দেখা গেছে। নিচে গতকালের সারাদেশের বিভিন্ন স্থানের পাইকারি বাজারের চিত্র তুলে ধরা হলো।

বুধবার (৮ ফেব্রুয়ারি) সারাদেশের খামারিদের কাছ থেকে সংগ্রহ করা পোল্ট্রির ডিম, মুরগি ও একদিনের বাচ্চার পাইকারি দাম নিচে তুলে ধরা হলো। এ দাম আশপাশের বাজার যাচাই বাছাই করে নিজের পণ্য বিক্রি করতে হবে।

ইউনাইটেড এগ(সেল পয়েন্ট): লাল ডিম=১১.০০ (খুচরা), সাদা ডিম=১০.৫০ (খুচরা) ডাম্পিং মার্কেট-লাল(বাদামী) ডিম=১০.২৫ সাদা ডিম=৯.৮৫

গাজীপুর:– লাল(বাদামী)ডিম=১০.০৫ সাদা ডিম=৯.৫৫, ব্রয়লার মুরগী=১৬০/কেজি, কালবার্ড লাল=২২০/কেজি, কালবার্ড সাদা=১৯০/কেজি, সোনালী মুরগী=২৩০/ কেজি টাকা। বাচ্চার দর:-  লেয়ার লাল=৪২-৪৩, লেয়ার সাদা=৪২-৪৩, ব্রয়লার=৪০-৪২ ডায়মন্ডঃ- লাল (বাদামী) বড়, ডিম= লাল(বাদামী মাঝারি ডিম=

চট্টগ্রাম: লাল(বাদামী) ডিম=১০.৭০, সাদা ডিম= ব্রয়লার মুরগী=১৫০/কেজি কালবার্ড লাল=২৩০/কেজি সোনালী মুরগী=২৪০/কেজি বাচ্চার দর:- লেয়ার লাল=৩৮-৪২ লেয়ার সাদা=৩৬-৪০ ব্রয়লার=৪০-৪২

রাজশাহী:- লাল(বাদামী) ডিম=৯.৮০ সাদা ডিম=৯.৩০ ব্রয়লার মুরগী =/কেজি সোনালী =/কেজি খুলনা:- লাল(বাদামী) ডিম=১০.৩০ সাদা ডিম= বরিশাল:-  লাল(বাদামী) ডিম=১০.২০ ব্রয়লার মুরগী=১৫০/কেজি কালবার্ড লাল=২৫০/কেজি সোনালী মুরগী=২৪০/কেজি বাচ্চার দর:- লেয়ার লাল =৪২ ব্রয়লার=৫২

ময়মনসিংহ:-লাল(বাদামী) ডিম=১০.২০ ব্রয়লার মুরগী=১৫৭/ কেজি সোনালী মুরগী=২৪০/ কেজি সিলেট= লাল(বাদামী)ডিম=১০.৮০ সাদা ডিম=১০.৭০ ব্রয়লার মুরগী=১৬০/কেজি বাচ্চার দর:- লেয়ার লাল =৩৫-৪০ লেয়ার সাদা = ব্রয়লার =৩৫-৪০

রংপুর:-লাল(বাদামী) ডিম=১০.০০ কাজী(রংপুর):- লাল(বাদামী) ডিম=১০.১৫ বাচ্চার দর:- লেয়ার লাল= ব্রয়লার= হাইব্রিড সুপার=৩৭ সোনালী হাইব্রিড=৩৫ বগুড়া : লাল(বাদামী)ডিম=১০.২৫ ব্রয়লার মুরগী=১৬০/কেজি সোনালী মুরগী =২৪০/কেজি কাজী(বগুড়া):- লাল(বাদামী) ডিম=১০.২৩ বাচ্চার দর:- লেয়ার লাল= ব্রয়লার= হাইব্রিড সুপার=৩৭ সোনালী হাইব্রিড =৩৫

টাংগাইল :– লাল(বাদামী) ডিম=১০.১০ সাদা ডিম=৯.৬০ ব্রয়লার মুরগী=১৫৩/কেজি সোনালী মুরগী=/কেজি কিশোরগঞ্জ:– লাল(বাদামী) ডিম=১০.১৫ ব্রয়লার মুরগী=/কেজি নরসিংদী :- লাল(বাদামী) ডিম=১০.২০

সিরাজগঞ্জ  :- লাল(বাদামী) ডিম= ব্রয়লার মুরগী=/কেজি কালবার্ড লাল=/কেজি সোনালী মুরগী=/কেজি ফরিদপুর :- লাল(বাদামী) ডিম=১০.২৫ কাজী(ফরিদপুর)  :- লাল(বাদামী) ডিম=১০.৪৬ব্রয়লার মুরগী=/কেজিলেয়ার মুরগী=২১৫/কেজি সোনালী মুরগী=২২০/কেজি বাচ্চার দর:- লেয়ার লাল= ব্রয়লার= হাইব্রিড সুপার=৩৭ সোনালী হাইব্রিড =৩৫

পাবনা :-লাল(বাদামী)ডিম=৯.৯০ সাদা ডিম=৯.৬০ নোয়াখালী:- লাল(বাদামী)ডিম=১০.৪০ ব্রয়লার মুরগী=১৫২/কেজি কালবার্ড লাল=২২৫/কেজি সোনালী মুরগী=২২০/কেজি বাচ্চার দর:- লেয়ার লাল = লেয়ার সাদা = ব্রয়লার =৪০

পিরোজপুর (স্বরুপকাঠী:- লাল(বাদামী) ডিম=১০.০০ সাদা ডিম=৯.৭০ ব্রয়লার মুরগী =/কেজি যশোর:- লাল(বাদামী) ডিম=১০.৭০ চুয়াডাঙ্গা:- লাল(বাদামী ডিম)=১০.৩০ কুমিল্লা:- লাল (বাদামী) ডিম=১০.১০ সাদা ডিম=৯.৭০ ব্রয়লার মুরগী=/ কেজি কালবার্ড লাল=/কেজি সোনালী মুরগী=/কেজি

লক্ষীপুর:- লাল(বাদামী)ডিম=১০.৫০ ব্রয়লার মুরগী=/কেজি কালবার্ড লাল=/কেজি সোনালী মুরগী=/কেজি বাচ্চার দর:- লেয়ার লাল = লেয়ার সাদা = ব্রয়লার = কক্সবাজার :- লাল (বাদামী) ডিম=১০.৩০ সাদা ডিম=১০.১০ ব্রয়লার মুরগী =/কেজি সোনালী মুরগী =/কেজি

একটি যৌথ উদ্যোগ: বাংলাদেশ পোল্ট্রি খামার রক্ষা জাতীয় পরিষদ (বি.পি.কে.আর.জে.পি) এবং পোল্ট্রি প্রফেশনাল’স  বাংলাদেশ(পিপিবি)। ধন্যবাদান্তে মো:শিমুল হক রানা