ডেস্ক প্রতিবেদন, এগ্রিকেয়ার২৪.কম: করোনাভাইরাস মহামারীর ধাক্কায় মন্দার মুখে পড়তে পারে ইউক্রেনের ভুট্টা উৎপাদন খাত। ২০২০-২১ মৌসুমে দেশটিতে কৃষিপণ্যটির উৎপাদন আগের মৌসুমের তুলনায় ২ শতাংশ কমে যেতে পারে। মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) ফরেন এগ্রিকালচারাল সার্ভিসের সাম্প্রতিক এক প্রতিবেদনে এ সম্ভাবনার কথা জানানো হয়েছে। খবর এগ্রিমানি ও বিজনেস রেকর্ডার।

ভুট্টা উৎপাদনকারী দেশগুলোর বৈশ্বিক শীর্ষ তালিকায় ইউক্রেনের অবস্থান ষষ্ঠ। ইউক্রেন কৃষিপণ্যটির চতুর্থ শীর্ষ রফতানিকারক দেশ। ইউএসডিএর প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৯-২০ মৌসুমে ইউক্রেনে সব মিলিয়ে ৩ কোটি ৫৮ লাখ টন ভুট্টা উৎপাদন হয়েছে। ২০২০-২১ মৌসুমে দেশটিতে কৃষিপণ্যটির উৎপাদন দাঁড়াতে পারে ৩ কোটি ৫২ লাখ টনে, যা আগের মৌসুমের তুলনায় ২ শতাংশ কম। সেই হিসেবে এক মৌসুমের ব্যবধানে ইউক্রেনে ভুট্টা উৎপাদন কমতে পারে ছয় লাখ টন।

আরোও পড়ুন: করোনার প্রভাবে ইন্দোনেশিয়ার পাম অয়েল রফতানিতে ধস

এ সময় ভুট্টার পাশাপাশি দেশটিতে গম উৎপাদনেও মন্দার আশঙ্কা দেখছে ইউএসডিএ। পূর্বাভাস অনুযায়ী, ২০২০-২১ মৌসুমে ইউক্রেনে কৃষিপণ্যটির উৎপাদন দাঁড়াতে পারে ২ কোটি ৭৬ লাখ টনে, যা আগের মৌসুমের তুলনায় ৫ শতাংশ কম। ২০১৯-২০ মৌসুমে ইউক্রেনে সব মিলিয়ে ২ কোটি ৯১ লাখ টন গম উৎপাদন হয়েছে।

আরপি/এমএইচ