মাছের লাল ফুটকি রোগের

ব্যাকটেরিয়া, ছাত্রাক, মাইকোপ্লাজমা ও অণুজীবের আক্রমণে মাছের বিভিন্ন রোগ হয়ে থাকে। মাছের আঁইশ উঠা ব্যাকটেরিয়া ঘটিত রোগ। আসুন জেনে নিই মাছের আঁইশ উঠা রোগের কারণ ও লক্ষণ। লিখেছেন বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদকপ্রাপ্ত লেখক কৃষিবিদ ফরহাদ আহাম্মেদ

যেসব লক্ষণ প্রকাশ পায়:

মাছের আঁইশ উঠা রোগ অ্যারোমোনাস ব্যাকটেরিয়া সংক্রমণে হয়। মাছের স্বাভাবিক উজ্জ্বলতা নষ্ট হয়। আঁইশ বাঁকা হয়। সামান্য ঘষা বা আঘাতেই আঁইশ উঠে যায়। লেজ অবশ হয়। মাছ ভারসাম্যহীনভাবে চলাফেরা করে। মাছ খাদ্য গ্রহণ করে না।

প্রতিকার ও প্রতিরোধ : পুকুরে জৈবসার প্রয়োগ কমাতে হবে। প্রতি শতাংশে ১ কেজি চুন নিয়মিত প্রয়োগ করা। জাল রোদে শুকিয়ে পুকুরে ব্যবহার করা। এক লিটার পানিতে ২-৩ মিলি গ্রাম পটাশিয়াম পারম্যাঙ্গানেট অথবা ১ লিটার পানিতে ১ মিলিগ্রাম তুঁত মিশিয়ে মাছকে গোসল করালে এ রোগ ভালো হয়। প্রতি কেজি খাদ্যে ১ গ্রাম ক্লোরোমাইসিটিন মিশিয়ে মাছকে কমপক্ষে ৭ দিন খাওয়াতে হবে।

আরোও পড়ুন: মাছের লেজ ও পাখনা পচা রোগের কারণ ও চিকিৎসা পদ্ধতি

মাছ ছাড়ার আগে পুকুর প্রস্তুতির ৯ ধাপ ও কয়েকটি সতর্কতা

শিং-মাগুর ও কৈ মাছ কেন চাষ করব

মাছের আঁইশ উঠা রোগের কারণ ও লক্ষণ শিরোনামে লেখাটি লিখেছেন বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদকপ্রাপ্ত লেখক, কৃষি প্রাবন্ধিক ও সহকারী অধ্যাপক কৃষিবিদ ফরহাদ আহাম্মেদ, শহীদ জিয়া মহিলা কলেজ, ভূঞাপুর, টাঙ্গাইল।