ডেস্ক প্রতিবেদন, এগ্রিকেয়ার২৪.কম: মাছের পাখনা বা লেজ পচা একটি মারাত্মক রোগ। মাছের উৎপাদন ব্যাহত করতে এই রোগ কাজ করে থাকে।  আর এই রোগ সাধারণ রুই, শিং মাগুর ও পাঙ্গাস মাছে হয়ে থাকে।

চলুন জেনে নেওয়া যাক মাছের লেজ পঁচা রোগের লক্ষণ ও প্রতিকার সম্পর্কে:

রোগের লক্ষণ ও কারণ: 
১.প্রাথমিক ভাবে পিঠের পাখনা এবং ক্রমান্বয়ে অন্যান্য পাখনা আক্রান্ত হয়। এ্যারোমোনাড্স ও মিক্সোব্যাকটার গ্রুপের ব্যাকটেরিযা দ্ধারা এ রোগের সৃষ্টি হয়।
২. পানির পি-এইচ ও ক্ষরতার স্বল্পতা দেখা দিলে এ রোগ দেখা দিতে পারে।

আরও পড়ুন: মাছের রক্ত জমাট বাঁধা রোগের কারণ ও লক্ষণ

চিকিৎসা ও ঔষধ প্রয়োগ:
১.০৫ পিপিএম পটাশযুক্ত পানিতে আক্রান্ত মাছকে ৩-৫ মিনিট গোসল করাতে হবে।
২. পুকুরে সার প্রয়োগ বন্ধ রাখতে হবে।

আরও পড়ুন:মাছের পেট ফোলা রোগের কারণ ও চিকিৎসা

প্রতিকার:
১. রোগজীবানু ধ্বংসের পর মজুদকৃত মাছের সংখ্যা কমাবেন।
২. প্রতি শতাংশে ১ কেজি হারে চুন প্রয়োগ করুন।

মাছের লেজ পঁচা রোগের লক্ষণ ও প্রতিকার শিরোনামে লেখাটি কৃষি তথ্য সার্ভিস থেকে নেওয়া হয়েছে।

এগ্রিকেয়ার / এমবি