মৎস্য ডেস্ক, এগ্রিকেয়ার২৪.কম: বরিশালের হিজলা উপজেলা সংলগ্ন মেঘনার শাখা নদীর বদরটুনি ও আবুপুর পয়েন্টে মা ইলিশ রক্ষা অভিযানে জেলেদের হামলায় এক নৌ পুলিশ আহত হয়েছেন বলে জানা গেছে।

আজ মঙ্গলবার (২৭ অক্টোবর ২০২০) দুপুরে এ ঘটনায় হিজলা থানায় মামলা দায়ের করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এসময় ৪ রাউন্ড গুলি করে জেলেদের ছত্রভঙ্গ করে নৌ পুলিশ সদস্যরা।

এই ঘটনায় কাউকে গ্রেফতার করতে না পাড়লেও হামলাকারীদের বিরুদ্ধে হিজলা থানায় সরকারি কাজে বাধা এবং পুলিশের ওপর হামলার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

আরোও পড়ুন: ঢাবি শিক্ষার্থীর পুুকুরে বিষ প্রয়োগ, ১৫ লাখ টাকার ক্ষতি

নওগাঁয় পুকুরে বিষ প্রয়োগে ১৫ লাখ টাকার মাছ নিধন

নৌ পুলিশ সুপার মো. কফিল উদ্দিন গণমাধ্যমকে জানান, সরকারের নিষেধাজ্ঞা উপেক্ষা করে আবুপুর ও বদরটুনি পয়েন্টে জেলেরা মাছ শিকার করছিলেন। খবর পেয়ে হিজলা নৌ থানা পুলিশের দল সকাল সাড়ে ৯টায় অভিযান চালায়। এসময় জেলেরা লাঠি নিয়ে অভিযান পরিচালনাকারী নৌ পুলিশের ওপর হামলা চালায়। আত্মরক্ষার্থে নৌ পুলিশ সদস্যরা ৪ রাউন্ড রাবার বুলেট ছুড়ে জেলেদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

হামলায় আহত নৌ পুলিশ কনস্টেবল মো. রাসেলকে হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

মা ইলিশ রক্ষা অভিযানে জেলেদের হামলায় নৌ পুলিশ আহত সংবাদের তথ্য বাংলাট্রিবিউন থেকে নেওয়া হয়েছে।

এগ্রিকেয়ার/এমএইচ