পোল্ট্রি ডেস্ক, এগ্রিকেয়ার২৪.কম: আজ সোমবারের (১৬ মে) সারাদেশের পোল্ট্রির ডিম, মুরগি ও একদিনের বাচ্চার পাইকারি দাম নিচে তুলে ধরা হলো। এ দাম সারাদেশের খামারির কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এলাকা ও মান ভেদে দামের তারতম্য হতে পারে।

ইউনাইটেড এগ(সেল পয়েন্ট): লাল ডিম=৯.৫০, সাদা ডিম=৮.৮০ টাকা। ডাম্পিং মার্কেট: লাল(বাদামী), ডিম=৮.৮০, সাদা ডিম=৭.৯০ টাকা।

গাজীপুর: লাল (বাদামী)ডিম=৮.৭০, সাদা ডিম=৭.৮০, ব্রয়লার মুরগী=১১৮/কেজি, কালবার্ড লাল=২৪০/কেজি, কালবার্ড সাদা=১৯০/কেজি, সোনালী মুরগী=২৪৫/ কেজি টাকা। বাচ্চার দর: লেয়ার লাল=২০-২২, লেয়ার সাদা=২৫-৩০, ব্রয়লার=১৫-১৭ টাকা। ডায়মন্ডঃ- লাল(বাদামী) বড় ডিম=৯.১০ লাল(বাদামী) মাঝারি ডিম=৮.৭৫ টাকা।

চট্টগ্রাম: লাল (বাদামী) ডিম=৮.৮০, সাদা ডিম=৮.৪০, ব্রয়লার মুরগী=১১৬/কেজি, কালবার্ড লাল=২১৫/কেজি, সোনালী মুরগী=২৩৫/কেজি টাকা। বাচ্চার দর: লেয়ার লাল=২০-২২, লেয়ার সাদা=২২-২৪, ব্রয়লার=১৪-১৭ টাকা।

রাজশাহী: লাল(বাদামী) ডিম=৮.৫০, সাদা ডিম=৭.৭০, ব্রয়লার মুরগী =/কেজি, সোনালী =/কেজি টাকা। খুলনা:-লাল(বাদামী) ডিম=৯.৩০, সাদা ডিম=৮.৮০ টাকা। বরিশাল: লাল (বাদামী) ডিম=৯.২০,  ব্রয়লার মুরগী=১৩৫/কেজি, কালবার্ড লাল=২৫০/কেজি, সোনালী মুরগী=২৫০/কেজি টাকা। বাচ্চার দর: লেয়ার লাল =২০-২৩, ব্রয়লার=২০-২৩ টাকা।

ময়মনসিংহ: লাল (বাদামী) ডিম=, ব্রয়লার মুরগী=১১৬/ কেজি, সোনালী মুরগী=/কেজি টাকা।সিলেট: লাল (বাদামী) ডিম=৮.০০, সাদা ডিম=৮.৬০, ব্রয়লার মুরগী=১২৫/ কেজি টাকা। বাচ্চার দর:-লেয়ার লাল =২৫-২৬, লেয়ার সাদা =, ব্রয়লার =১৫-২০ টাকা।

আরও পড়ুন: ভিটামিনের অভাবে হাঁস ও মুরগির রোগ-বালাইয়ের লক্ষণ এবং প্রতিকার

রংপুর: লাল (বাদামী) ডিম=৮.৭০ টাকা। কাজী(রংপুর): লাল (বাদামী) ডিম=৮.৯৩ টাকা। বাচ্চার দর:-লেয়ার লাল= ব্রয়লার=, সোনালী হাইব্রিড=৩৯, সোনালী রেগুলার=৩৫ টাকা। বগুড়া : লাল (বাদামী)ডিম=৮.৯০, ব্রয়লার মুরগী=১৩০/কেজি, সোনালী মুরগী =২৬০/কেজি টাকা। কাজী(বগুড়া):- লাল(বাদামী) ডিম=৮.৯১ টাকা। বাচ্চার দর: সোনালী হাইব্রিড=৩৯, সোনালী রেগুলার=৩৫ টাকা।

টাংগাইল : লাল (বাদামী) ডিম=৮.৭৫, সাদা ডিম=, ব্রয়লার মুরগী=১১৫-১১৬/ কেজি, সোনালী মুরগী=/কেজি টাকা। কিশোরগঞ্জ: লাল (বাদামী) ডিম=৮.৮০, ব্রয়লার মুরগী=/কেজি টাকা।  নরসিংদী :- লাল (বাদামী) ডিম=৮.৮০ টাকা।

সিরাজগঞ্জ : লাল (বাদামী) ডিম=ব্রয়লার মুরগী=/কেজি কালবার্ড লাল=/কেজি সোনালী মুরগী=/কেজি টাকা। ফরিদপুর : লাল (বাদামী) ডিম=৯.০৫ টাকা। কাজী(ফরিদপুর) :- লাল (বাদামী) ডিম=৯.২৫, ব্রয়লার মুরগী=১২৫/কেজি, লেয়ার মুরগী=২৪০/কেজি, সোনালী মুরগী=২৪০/কেজি টাকা। বাচ্চার দর:-লেয়ার লাল=২৪, ব্রয়লার=১৭ সোনালী হাইব্রিড=৩৯, সোনালী রেগুলার=৩৫ টাকা।

আরও পড়ুন:  মুরগির জাত উদ্ভাবন, প্রতিকেজি মাংসের দাম ৫৯০ টাকা

পাবনা :- লাল(বাদামী)ডিম=৮.৭০, সাদা ডিম=৮.২০ টাকা। নোয়াখালী:-লাল(বাদামী)ডিম=৯.০০, ব্রয়লার মুরগী=১২৬/কেজ, কালবার্ড লাল=২৩০/কেজি, সোনালী মুরগী=২৬৫/কেজি টাকা। বাচ্চার দর:- লেয়ার লাল =২২, লেয়ার সাদা = ব্রয়লার =২১ টাকা।

পিরোজপুর (স্বরুপকাঠী:- লাল (বাদামী) ডিম=৯.০০, সাদা ডিম=৮.৭০, ব্রয়লার মুরগী =/কেজি টাকা। যশোর : লাল (বাদামী) ডিম=৯.৬০ টাকা। কুমিল্লা:-লাল (বাদামী) ডিম=ব্রয়লার মুরগী=/ কেজি কালবার্ড লাল=/কেজি সোনালী মুরগী=/কেজি টাকা। কক্সবাজার :- লাল (বাদামী) ডিম=৮.৬০, সাদা ডিম=৭.৯০ ব্রয়লার মুরগী =/কেজি টাকা।

শনিবারের পোল্ট্রির ডিম, মুরগি ও বাচ্চার পাইকারি দাম প্রকাশ করায় কৃতজ্ঞতা বাংলাদেশ পোল্ট্রি খামার রক্ষা জাতীয় পরিষদ (বি.পি.কে.আর.জে.পি) এবং পোল্ট্রি প্রফেশনাল’স বাংলাদেশ(পিপিবি) এর প্রতি। ধন্যবাদ মো:শিমুল হক রানাকে।

 

এগ্রিকেয়ার/এমএইচ