বন্যায় ভেসে যাওয়া মাছ

মেহেদী হাসান, এগ্রিকেয়ার২৪.কম: চলতি বছরের দু-দফায় বন্যায় নওগাঁয় মাছে ক্ষতি হয়েছে সাড়ে ৪৮ কোটি টাকা। ভেসে গেছে রুই, কাতলা, মৃগেল, কালবাউস, পাঙ্গাস, পাবদা, ট্যাংরাসহ বিভিন্ন মাছ। দ্বিতীয় পর্যায়ে বন্যায় ৩২৪ জন মাছচাষির ৪৪৭টি পুকুরের বন্যায় ভাসিয়ে নিয়ে গেছে।

জানা গেছে, এবার দ্বিতীয় দফা বন্যায় জেলায় মোট ৩৫১ দশমিক ৪০ হেক্টর জলাবিশিষ্ট এসব পুকুর মালিকদের ১ হাজার ৫শ ৩৬ দশমিক ০৪ মেটিকটন মাছ ভেসে গেছে। এতে এসব পুকুর মালিকের আর্থিক ক্ষতি হয়েছে ২৩ কোটি ৩ লক্ষ ৩৭ হাজার টাকা। এর আগে প্রথম পর্যায়ের বন্যায় ক্ষতিগ্রস্ত হয় ২৫ কোটি ৪৭ লাখ টাকার মাছ।

আরোও পড়ুন: দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ হাই-টেক মৎস্য খামার চাঁপাইনবাবগঞ্জে

নওগাঁয় প্রকাশ্য দিবালোকে পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ

জেলা মৎস্য বিভাগ জানায়, দ্বিতীয় বারের বন্যায় নওগাঁ সদর এবং আত্রাই উপজেলার পুকুর মালিকদের ২৩ কোটি ৩ লক্ষ ৩৭ হাজার টাকা । আত্রাই উপজেলার ১৭১ জনের ৩০১ হেক্টর জলাবিশিষ্ট মোট ৩৪৭টি পুকুর ভেসে গেছে। এর ফলে ১ হাজার ৪শ ৯ মেট্রিক টন মাছ ভেসে গেছে যার আর্থিক মূল্য ২২ কোটি ৩৫ লক্ষ টাকা। নওগাঁ সদর উপজেলার ১৫৩ জন মালিকের ৫০ দশমিক ৪০ হেক্টর জলা বিশিষ্ট মোট ১০০টি পুকুর বন্যার পানিতে ভেসে গেছে। এর ফলে এসব পুকুরের ৪৬ দশমিক ০৪ মেট্রিক টন মাছ ভেসে গেছে যার আর্থিক মুল্য ৬৮ লক্ষ ৩৭ হাজার টাকা।

জেলা মৎস্য কর্মকর্তা মোঃ ফিরোজ আহাম্মেদ এগ্রিকেয়ার২৪.কমকে বলেন, ইতোমধ্যে ক্ষতিগ্রস্থ পুকুর এবং পুকুর মালিকদের একটি তালিকা তৈরী করা হয়েছে। তালিকাটি উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট প্রেরণ করা হয়েছে। জেলা পর্যায়ের সমন্বয় কমিটির মাসিক সভায় এসব বিষয়ে আলোচনা হয়েছে। সরকার এসব ক্ষতিগ্রস্থ পুকুর মালিকদের প্রনোদনার আওতায় নিয়ে আসলে বন্টন করা হবে।

এবারের বন্যায় নওগাঁয় মাছে ক্ষতি সাড়ে ৪৮ কোটি টাকা। এছাড়াও দেশব্যাপী চলমান বন্যায় মাছে ক্ষতি ৩৮২ কোটি টাকা হয়েছে। এবারের বন্যায় ১৩ হাজার ২০১ বর্গকিলোমিটার আয়তনের জলাভূমির মাছ ভেসে গেছে।

এগ্রিকেয়ার/এমএইচ