নির্দিষ্ট সীমা রেখে শস্য

আন্তর্জাতিক ডেস্ক, এগ্রিকেয়ার২৪.কম: নির্দিষ্ট সীমা রেখে শস্য রফতানির সিদ্ধান্ত রাশিয়ার। দেশে শস্যের বাজার সুরক্ষায় নতুন উপায় খুঁজছে দেশটি। এ লক্ষ্যে শস্য রফতানিতে সাময়িক বিধি-নিষেধ আরোপের জন্য একটি খসড়া আদেশ জারি করেছে দেশটির কৃষি মন্ত্রণালয়।

বণিক বার্তা সংবাদ মাধ্যমে এ বিষয়ে প্রকাশিত সংবাদে বলা হয়, রাশিয়ার কৃষিমন্ত্রী দিমিত্রি পাত্রুশেভ এক বিবৃতিতে জানান, জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত দুই কোটি টনের বেশি শস্য রফতানি করবে না দেশটি।



তবে রাশিয়ার এ সিদ্ধান্ত বাস্তবায়ন হলে দেশটির শস্য রফতানিতে এবং আন্তর্জাতিক বাজারে কী ধরনের প্রভাব পড়বে তা নিয়ে আলোচনা চলছে বিশ্ববাজারে। খবর রয়টার্স ও এসঅ্যান্ডপি গ্লোবাল প্ল্যাটস।

মস্কোভিত্তিক খাতসংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, ২৭ জানুয়ারি খসড়াটি নিয়ে আলোচনার পর চূড়ান্ত ঘোষণা আসতে পারে।

রাশিয়া বিশ্বের শীর্ষ গম রফতানিকারক দেশ। অন্যান্য শস্য রফতানিতেও বিশ্ববাজারে দেশটির অবস্থান বেশ গুরুত্বপূর্ণ। প্রতি বছরের জুন থেকে পরের বছরের জুলাই পর্যন্ত দেশটিতে শস্য বিপণন বর্ষ চলে।

নতুন খসড়া আদেশে বলা হয়েছে, বিপণন বর্ষের প্রথমার্ধে শস্য রফতানিতে কোনো বিধি-নিষেধ থাকবে না। তবে শেষার্ধে দেশটির ব্যবসায়ীরা দুই কোটি টনের বেশি শস্য রফতানি করতে পারবেন না। খসড়াটি কার্যকর হলে তা দেশটির গম, ভুট্টা, রাই, যব ও ওটস রফতানিতে প্রভাব ফেলবে।




এদিকে দেশটির এ ঘোষণার পর পরই আন্তর্জাতিক বাজারে গমের দাম বেড়েছে। শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবিওটি) সফট রেড উইন্টার হুইটের দাম বেড়ে এক লাফে ১৪ মাসের সর্বোচ্চে পৌঁছেছে। এ সময় প্রতি বুশেল (৬০ পাউন্ড) গম ৫ ডলার ৭০ সেন্টে বেচাকেনা হয়, যা আগের দিনের তুলনায় ১ দশমিক ২ শতাংশ বেশি।

বাজার বিশ্লেষকরা বলছেন, রাশিয়ার এ সিদ্ধান্ত বাস্তবায়ন হলে শস্য রফতানিতে খুব একটা প্রভাব পড়বে না।

এ সম্পর্কে মস্কোভিত্তিক এগ্রিকালচারাল কমোডিটি-বিষয়ক বিশ্লেষণকারী প্রতিষ্ঠান অনফ্রন্টিয়ার্সের বিশ্লেষক ইউরি ভইচিশিন বলেন, বিপণন বর্ষের শেষার্ধে এসে দুই কোটি টন শস্য রফতানি যথেষ্ট এবং এটা দেশটির সামগ্রিক রফতানিতে কোনো ধরনের প্রভাব ফেলবে না।

নির্দিষ্ট সীমা রেখে শস্য রফতানির সিদ্ধান্ত রাশিয়ার সংবাদটির তথ্য বণিক বার্তা সংবাদ মাধ্যমে থেকে নেয়া হয়েছে।

আরও পড়ুন: ইউএস-বাংলার বিমান বহরে ৫ম ব্র্যান্ডনিউ এটিআর ৭২-৬০০