ভারতে এলাচের বাজার নিম্মমুখি

আন্তর্জাতিক কৃষি ডেস্ক, কম: ভারতে এলাচের বাজার নিম্মমুখি এর দিকে রয়েছে। সরবরাহের তুলনায় বেচাকেনায় মন্দা ভাবের জেরে দেশটিতে কমতির দিকে যাচ্ছে এলাচের দাম।

সব শেষ কার্যদিবসে ভবিষ্যৎ সরবরাহ চুক্তিতে পণ্যটির দাম কেজিতে সর্বোচ্চ ২০০ রুপি (ভারতীয় মুদ্রা) কমেছে বলে জানিয়েছে বিজনেস লাইন নামের সংবাদ মাধ্যম।

এতে বলা হয়েছে, কেরালার পুত্তাদি মসলা বিপণন কেন্দ্রের নিলামঘরে এদিন মার্চে সরবরাহ চুক্তিতে প্রতি কেজি এলাচ ২ হাজার ৭৪৫ রুপিতে বিক্রি হয়েছে। নিলামে বিক্রির জন্য সরবরাহ করা হয়েছিল ৩৭ দশমিক ২৩ টন এলাচ।

যদিও অতীতের অভিজ্ঞতা বলছে, দোল পূর্ণিমায় সব সময় এলাচের দাম কিছু বাড়তির দিকেই থাকে। তবে এবার ভিন্ন চিত্র দেখা যেতে পারে।

ওই সংবাদ মাধ্যমে বলা হয়েছে, সামনে ভারতে দোল পূর্ণিমার ছুটি শুরু হবে। এ সময় উত্তর ভারতে এলাচের চাহিদা ও বেচাকেনা বাড়ার কথা। এ খাত সংশ্লিষ্টরা জানান, চলতি বছর দোল পূর্ণিমার উৎসব কেন্দ্র করেও বেচাকেনা না বাড়ায় এলাচের দাম কমতে শুরু করেছে।

আরও পড়ুন: সফল কৃষককে সিআইপি’র মতো এআইপি কার্ড প্রদানের প্রস্তাব সংসদে অনুমোদন

প্রসঙ্গত, গত দুই তিন মাস ধরে বাংলাদেশের খুচরা ও পাইকারি বাজারে এলাচের দাম সর্ব্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। কেজিতে ৬ হাজার টাকা পর্যন্ত বিক্রি হয়েছে। ভারতে এলাচের দাম কমতির প্রভাব এখনো বাংলাদেশের বাজারে পরে নি।

সামনে রোজা আসছে, এরপর ঈদ। এ সময়ে বাংলাদেশের বাজারে এলাচসহ সব মশলার চাহিদা বৃদ্ধি পায়। এক্ষেত্রে এলাচার এমন দামে ক্রেতারা হিমশিম খাচ্ছেন। বাংলাদেশে এলাচ চাষে আরও গুরুত্ব দেয়া প্রয়োজন বলে মত প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

আরও পড়ুন: গত আড়াই মাসের সর্বনিম্নে ইউরোপের গমের বাজার নিয়ে প্রতিবেদন

ভারতে এলাচের বাজার নিম্মমুখি শিরোনামের সংবাদটির তথ্য বণিক বার্তা থেকে সংগ্রহ করা হয়েছে। এ নিয়ে ওই সংবাদ মাধ্যমটিতে গত ৫ মার্চ  একটি সংবাদ পরিবেশন করা হয়।