মৎস্য ডেস্ক, এগ্রিকেয়ার২৪.কম: মাছ লাফালাফি করলে অনেকে স্বাভাবিক বলে মনে করেন। কিন্তু পুকুরে অতিরিক্ত মাছ লাফালাফি করাও মাছের একটা রোগ। কাইলোডোনেলা নামক পরজীবীর আক্রমণে মাছ লাফালাফি করে। এ রোগের নাম কাইলোডোনেলিয়াসিস রোগ। আসুন জেনে নিই মাছ অতিরিক্ত লাফালাফি রোগের কারণ ও প্রতিকার:

রোগের কারণ ও লক্ষণ : কাইলোডোনেলা নামক পরজীবী সংক্রমণে এ রোগ হয়। আক্রান্ত মাছ প্রাথমিক পর্যায়ে পানির উপরিভাগে লাফালাফি করে। শ্বাস কার্যে ব্যাঘাত সৃষ্টি হয়। মাছের দেহের বর্ণ নীলাভ বা ধূসর হয়।

আরোও পড়ুন: মাছের পেট ফোলা রোগের কারণ ও চিকিৎসা

পাঙ্গাশ মাছের গন্ধের কারণ ও তা দূর করার কৌশল

মাছের লেজ পঁচা রোগের লক্ষণ ও প্রতিকার

প্রতিরোধ ও প্রতিকার : পুকুরে জৈবসার প্রয়োগ স্থগিত রাখা। পুকুরে মাছের ঘনত্ব কমিয়ে দেয়া। পর্যাপ্ত পরিমাণে খাদ্য প্রয়োগ করা। পুকুরের পানি দ্রুত পরিবর্তন করা। পুকুরে প্রতি শতাংশে ১ কেজি হারে দুইবার চুন দিয়ে জীবাণুমুক্ত করতে হবে। ২০০ পিপিএম লবণ জলে ২৫ মিনিট অথবা ৫০ পিপিএম ফরমালিনে (৩৭%) ২৪ ঘণ্টা ডুবিয়ে রাখতে হবে অথবা ০.১% পিপিএম তুঁত দ্রবণে ৩০-৬০ মিনিট মাছকে ডুবিয়ে রাখতে হবে।

মাছ অতিরিক্ত লাফালাফি রোগের কারণ ও প্রতিকার শিরোনামে লেখাটির লেখক বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদকপ্রাপ্ত কৃষি প্রাবন্ধিক কৃষিবিদ ফরহাদ আহাম্মেদ সহকারী অধ্যাপক, কৃষিশিক্ষা, শহীদ জিয়া মহিলা কলেজ, ভূঞাপুর, টাঙ্গাইল।