পোল্ট্রি ডেস্ক, এগ্রিকেয়ার২৪.কম: আজ শনিবারের (১২ মার্চ) সারাদেশের পোল্ট্রির ডিম, মুরগি ও বাচ্চার পাইকারি দাম নিচে তুলে ধরা হলো। এ দাম আশপাশের বাজার যাচাই বাছাই করে নিজের পণ্য বিক্রি করবেন। প্রিয় খামিরারা, মনে রাখবেন পোল্ট্রি ব্যবসায় লাভবান হতে অবশ্যই খামার ব্যবস্থাপনাকে অনেক বেশি গুরুত্ব দিতে হবে।

ইউনাইটেড এগ(সেল পয়েন্ট): লাল ডিম=৮.৮০, সাদা ডিম=৮.৩০ টাকা। ডাম্পিং মার্কেট: লাল(বাদামী) ডিম=৮.০৫, সাদা ডিম=৭.৫৫ গাজীপুর: লাল(বাদামী)ডিম=৮.০০, সাদা ডিম=৭.৫০, ব্রয়লার মুরগী=১৩০/কেজি, কালবার্ড লাল=২০৫/কেজি, কালবার্ড সাদা=/কেজি, সোনালী মুরগী=২৪৫/ কেজি টাকা। বাচ্চার দর:- লেয়ার লাল=, লেয়ার সাদা=, ব্রয়লার= টাকা। ডায়মন্ডঃ- লাল(বাদামী) বড় ডিম= লাল(বাদামী) মাঝারি ডিম= টাকা।

পড়তে পারেন: সোনালী মুকুলে স্বপ্ন বুনছেন রাজশাহীর চাষিরা

চট্টগ্রাম: লাল (বাদামী) ডিম=৮.২০, সাদা ডিম=৭.৭০, ব্রয়লার মুরগী=১২৮/কেজি, কালবার্ড লাল=/কেজি, সোনালী মুরগী=২৬০/কেজি টাকা। বাচ্চার দর:-লেয়ার লাল=৩৬-৪০, লেয়ার সাদা=৩৪-৩৮, ব্রয়লার=৪০-৪৬ টাকা। রাজশাহী: লাল(বাদামী) ডিম=৭.৯০, সাদা ডিম=৭.৩০, ব্রয়লার মুরগী =/কেজি, সোনালী =/কেজি টাকা।

খুলনা: লাল(বাদামী) ডিম=৮.৫০ সাদা ডিম= টাকা।  বরিশাল:-লাল(বাদামী) ডিম=৮.৩০, ব্রয়লার মুরগী=১৪০/কেজি, কালবার্ড লাল=২৩০/কেজি, সোনালী মুরগী=২৪০/কেজি বাচ্চার দর:-, লেয়ার লাল =৩২-৩৭ লেয়ার সাদা =ব্রয়লার=৫০ টাকা।

ময়মনসিংহ: লাল (বাদামী) ডিম=, ব্রয়লার মুরগী=১৩০/কেজি, সোনালী মুরগী=২৪৫/কেজি টাকা। সিলেট=লাল(বাদামী)ডিম=৮.৩০, সাদা ডিম-৮.১০, ব্রয়লার মুরগী=১৩৬/ কেজি টাকা। বাচ্চার দর:-লেয়ার লাল =, লেয়ার সাদা =ব্রয়লার =৪৭ টাকা।

পড়তে পারেন: ভারতে বাড়ছে শুকনা মরিচের দাম, বাড়বে দেশেও

রংপুর: লাল (বাদামী) ডিম=৭.৯০ টাকা। কাজী(রংপুর): লাল (বাদামী) ডিম=৮.১২, বাচ্চার দর: লেয়ার লাল=
ব্রয়লার=, সোনালী হাইব্রিড=৪৪, সোনালী রেগুলার=৪০ টাকা। বগুড়া : লাল(বাদামী)ডিম=৮.১৫, ব্রয়লার মুরগী=১৩০/কেজি, সোনালী মুরগী =২৫০/কেজি টাকা। কাজী(বগুড়া): লাল(বাদামী) ডিম=৮.১৫, বাচ্চার দর: সোনালী হাইব্রিড=৪৪, সোনালী রেগুলার=৪০ টাকা।

টাংগাইল : লাল(বাদামী) ডিম=৮.০৫, সাদা ডিম=, ব্রয়লার মুরগী=১৩৫/১৪২ কেজি, সোনালী মুরগী= ২৪৫ কেজি টাকা। কিশোরগঞ্জ: লাল(বাদামী) ডিম=৮.-৫, ব্রয়লার মুরগী=/কেজি নরসিংদী : লাল (বাদামী) ডিম=৮.২০ টাকা। সিরাজগঞ্জ : লাল(বাদামী) ডিম=৮.১০, ব্রয়লার মুরগী=১৩৫/কেজি, কালবার্ড লাল=২৩০ কেজি, সোনালী মুরগী=২৫৫/কেজি টাকা।

ফরিদপুর : লাল(বাদামী) ডিম=৮.২০ টাকা। কাজী(ফরিদপুর) : লাল(বাদামী) ডিম=৮.৪০, ব্রয়লার মুরগী=১৩২/কেজি, লেয়ার মুরগী=২১৫/কেজি, সোনালী মুরগী=২৩৫/কেজি টাকা। বাচ্চার দর: লেয়ার লাল=, ব্রয়লার= সোনালী হাইব্রিড=৪৪, সোনালী রেগুলার=৪০ টাকা।

পড়তে পারেন: পালন করতে পারেন ৮ কেজি ওজনের ব্রাহমা মুরগি

পাবনা :-লাল(বাদামী) ডিম=৭.৯০, সাদা ডিম=৭.৬০ টাকা। নোয়াখালী:-লাল(বাদামী)ডিম=৮.২০ ব্রয়লার মুরগী=১২৭/কেজি, কালবার্ড লাল=২১৫/কেজি, সোনালী মুরগী=২৬০/কেজি টাকা। বাচ্চার দর:-লেয়ার লাল =৩৬, লেয়ার সাদা = ব্রয়লার =৪৪ টাকা।

পিরোজপুর (স্বরুপকাঠী: লাল(বাদামী) ডিম=৮.১০, সাদা ডিম=৭.৮০, ব্রয়লার মুরগী =/কেজি টাকা। যশোর : লাল (বাদামী) ডিম=৮.৭০ টাকা। কুমিল্লা: লাল (বাদামী) ডিম=৮.১০, ব্রয়লার মুরগী=১৩৫/ কেজি, কালবার্ড লাল=২২০/কেজি, সোনালী মুরগী=২৬০/কেজি টাকা।

কক্সবাজার : লাল (বাদামী) ডিম=৭.৮০, সাদা ডিম=৭.৫০, ব্রয়লার মুরগী =/কেজি, সোনালী মুরগী =/কেজি টাকা।

শনিবারের (১২ মার্চ) পোল্ট্রির ডিম, মুরগি ও বাচ্চার পাইকারি দাম প্রকাশ করে বাংলাদেশ পোল্ট্রি খামার রক্ষা জাতীয় পরিষদ (বি.পি.কে.আর.জে.পি) এবং পোল্ট্রি প্রফেশনাল’স বাংলাদেশ(পিপিবি)। ধন্যবাদান্তে মো:শিমুল হক রানা।

এগ্রিকেয়ার/এমএইচ